বিশ্বাসী ব্লগার ও অনলাইনের লেখকদের বই প্রকাশে আমাদের ভূমিকা
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২৮:১১ দুপুর
আমাদের খান প্রকাশনী থেকে এবার ফেব্রুয়ারী উপলক্ষ্যে শীঘ্রই প্রকাশিতব্য ব্লগারদের তিনটি বইয়ের কভার। প্রথমটি নির্ধারিত হলেও বাকি দু'টি সম্ভবত: কিছুটা চেঞ্জ হবে।
গত ৪-৫ মাসের টানা হরতাল-অবরোধ জনিত মারাত্মক সমস্যার সম্মুখীন হওয়ায় অন্য অনেক ক্ষুদ্র ব্যবসায়ীদের মতো আমাদের খান প্রকাশনীও বেশ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। তারপরও নবীন লেখকদের উৎসাহ দেয়া এবং জাতিকে কিছু ভালো বই উপহার দেয়ার জন্য ইনশাআল্লাহ এবারও আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি।
গত কয়েক মাসের চরম অনিশ্চয়তা ও অস্থিরতার ফলে আমাদের অনেক গুলো বই প্রকাশের কাজই স্থগিত করে রাখতে বাধ্য হয়েছিলাম। কিন্তু ফেব্রুয়ারী আর ভাষার এই মাসে যখন শাহবাগ আর আজিজ মার্কেটের আতেল নামক কথিত কিছু বুদ্ধিপ্রতিবন্ধী বস্তাপচা মোড়ক উন্মোচনের নামে ক্যামেরায় পোঁজ দিবে আর তাদের সুশীল প্রকাশকগণ বইমেলায় নিজেদের ষ্টল প্রাপ্তির সুযোগে নতুন অনেক লেখকের গলা ও পকেট কাটার মহোৎসবে মত্ত হবে তখন আমাদের ডানপন্থী এবং মহান আল্লাহর উপর বিশ্বাসী, আকর্ষণীয় আর হৃদয়গ্রাহী নানান গল্প-উপন্যাস আর অমর রচনার রচয়িগণ মনোক্ষুন্ন হবেন নিজেদের অনেক পরিশ্রম সাধ্য লেখাকে বইয়ের মলাটে দেখতে না পারার মর্মবেদনায় -বিষয়টি গত কয়েকদিন ধরে মনের মাঝে কেমন যেন খচখচ করে জ্বালা করছিলো।
তাই অবশেষে সকল দোদুল্যমানতা আর অনিশ্চয়তার চাঁদরকে ছুড়ে ফেলে সিদ্ধান্ত নিলাম, ইনশাআল্লাহ আর কেউ এগিয়ে আসুক আর না আসুক খান প্রকাশনী আমাদের প্রতিভাবান সকল ডানপন্থী ও মুমিন লেখকের মূল্যবান লেখা প্রকাশের দায়িত্ব নেবে। নতুনদের বই প্রকাশে নগদ লাভ নাই বা হলো, কিন্তু এর ফলে যদি অন্তত: একজনও নজরুল, ইকবাল কিংবা ফররুখদের সাক্ষাত পায় এ জাতি তবে তো আমার দীন-দুনিয়া পুরোই কামিয়াব।
এই চিন্তা থেকেই আমরা মূলত: বিগত বছর আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের খান প্রকাশনী থেকে ৭ জন ব্লগারের বই প্রকাশ হয়েছে। ড. মোস্তাফিজুর রহমান এর 'কেনো এই মিথ্যাচার, রেহনুমা বিনতে আনিসের বিয়ে, এক গুচ্ছ গোলাপ, নানান রঙের মানুষ, আনোয়ার হোসাইন মজুমদার এর বিয়ের ইন্টারভিউ, লোকমান বিন নূর হাশেম এর প্রবাস কাহন, ইসমাঈল জাবিহুল্লাহ এর 'নারীর অধিকার ও স্বাধীনতা' সহ মাই নেম ইজ খানের এসো বক্তৃতা শিখি, পিপড়ের উপদেশ, অটুট ঈমান, রাসূল এলেন মদীনায়, সংস্কৃতি বিনোদন রাজনীতি, ড. জাকির নায়েক ও আমরা। এছাড়াও এ পর্যন্ত আমাদের সর্বমোট প্রায় ৪৫ টি বই প্রকাশিত হয়েছে।
ইতোমধ্যে হাতে থাকা কয়েকটি পান্ডুলিপির কাজ চূড়ান্ত পর্যায়ে। কিছু বইয়ের কভারের কাজও চলছে। আশা করা যায় শীঘ্রই আমরা খান প্রকাশনী হতে অন্যবারের মতো এবারও ভালো কয়েকজন ব্লগারের লেখা বই আকারে পাবো ইনশাআল্লাহ। নবীন লেখক-লেখিকাগণ চাইলে তাদের বই প্রকাশের ক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারেন। প্রকাশনা সংক্রান্ত যে কোনো বিষয়ে সম্ভাব্য সর্বাত্মক সকল সহযোগিতা করার নুন্যতম আশ্বাস রইলো। ধন্যবাদ।
সকলের দু'আ প্রার্থী।
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাশাপাশি আমরা আপনার কাছ থেকেও বিষয়ভিত্তিক লেখা, গল্প-উপন্যাস আশা করছি।
আপনি চাইলে লেখা গুলো একত্র করে আমাকে মেইল করে দিতে পারেন।
প্রকাশনার ক্ষেত্রে আমরা কোনো সহযোগিতা করতে পারি কি না চেষ্টা করে দেখবো ইনশাআল্লাহ।
নতুনদের উৎসাহ দেয়ার জন্য প্রকাশককে ধন্যবাদ ও বাহবা
আমি আগ্রহী পাঠক, বই কিভাবে সংগ্রহ করব প্ল্যান করছি :-
মন্তব্য করতে লগইন করুন