বিশ্বাসী ব্লগার ও অনলাইনের লেখকদের বই প্রকাশে আমাদের ভূমিকা

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২৮:১১ দুপুর







আমাদের খান প্রকাশনী থেকে এবার ফেব্রুয়ারী উপলক্ষ্যে শীঘ্রই প্রকাশিতব্য ব্লগারদের তিনটি বইয়ের কভার। প্রথমটি নির্ধারিত হলেও বাকি দু'টি সম্ভবত: কিছুটা চেঞ্জ হবে।

গত ৪-৫ মাসের টানা হরতাল-অবরোধ জনিত মারাত্মক সমস্যার সম্মুখীন হওয়ায় অন্য অনেক ক্ষুদ্র ব্যবসায়ীদের মতো আমাদের খান প্রকাশনীও বেশ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। তারপরও নবীন লেখকদের উৎসাহ দেয়া এবং জাতিকে কিছু ভালো বই উপহার দেয়ার জন্য ইনশাআল্লাহ এবারও আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি।

গত কয়েক মাসের চরম অনিশ্চয়তা ও অস্থিরতার ফলে আমাদের অনেক গুলো বই প্রকাশের কাজই স্থগিত করে রাখতে বাধ্য হয়েছিলাম। কিন্তু ফেব্রুয়ারী আর ভাষার এই মাসে যখন শাহবাগ আর আজিজ মার্কেটের আতেল নামক কথিত কিছু বুদ্ধিপ্রতিবন্ধী বস্তাপচা মোড়ক উন্মোচনের নামে ক্যামেরায় পোঁজ দিবে আর তাদের সুশীল প্রকাশকগণ বইমেলায় নিজেদের ষ্টল প্রাপ্তির সুযোগে নতুন অনেক লেখকের গলা ও পকেট কাটার মহোৎসবে মত্ত হবে তখন আমাদের ডানপন্থী এবং মহান আল্লাহর উপর বিশ্বাসী, আকর্ষণীয় আর হৃদয়গ্রাহী নানান গল্প-উপন্যাস আর অমর রচনার রচয়িগণ মনোক্ষুন্ন হবেন নিজেদের অনেক পরিশ্রম সাধ্য লেখাকে বইয়ের মলাটে দেখতে না পারার মর্মবেদনায় -বিষয়টি গত কয়েকদিন ধরে মনের মাঝে কেমন যেন খচখচ করে জ্বালা করছিলো।

তাই অবশেষে সকল দোদুল্যমানতা আর অনিশ্চয়তার চাঁদরকে ছুড়ে ফেলে সিদ্ধান্ত নিলাম, ইনশাআল্লাহ আর কেউ এগিয়ে আসুক আর না আসুক খান প্রকাশনী আমাদের প্রতিভাবান সকল ডানপন্থী ও মুমিন লেখকের মূল্যবান লেখা প্রকাশের দায়িত্ব নেবে। নতুনদের বই প্রকাশে নগদ লাভ নাই বা হলো, কিন্তু এর ফলে যদি অন্তত: একজনও নজরুল, ইকবাল কিংবা ফররুখদের সাক্ষাত পায় এ জাতি তবে তো আমার দীন-দুনিয়া পুরোই কামিয়াব।

এই চিন্তা থেকেই আমরা মূলত: বিগত বছর আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের খান প্রকাশনী থেকে ৭ জন ব্লগারের বই প্রকাশ হয়েছে। ড. মোস্তাফিজুর রহমান এর 'কেনো এই মিথ্যাচার, রেহনুমা বিনতে আনিসের বিয়ে, এক গুচ্ছ গোলাপ, নানান রঙের মানুষ, আনোয়ার হোসাইন মজুমদার এর বিয়ের ইন্টারভিউ, লোকমান বিন নূর হাশেম এর প্রবাস কাহন, ইসমাঈল জাবিহুল্লাহ এর 'নারীর অধিকার ও স্বাধীনতা' সহ মাই নেম ইজ খানের এসো বক্তৃতা শিখি, পিপড়ের উপদেশ, অটুট ঈমান, রাসূল এলেন মদীনায়, সংস্কৃতি বিনোদন রাজনীতি, ড. জাকির নায়েক ও আমরা। এছাড়াও এ পর্যন্ত আমাদের সর্বমোট প্রায় ৪৫ টি বই প্রকাশিত হয়েছে।

ইতোমধ্যে হাতে থাকা কয়েকটি পান্ডুলিপির কাজ চূড়ান্ত পর্যায়ে। কিছু বইয়ের কভারের কাজও চলছে। আশা করা যায় শীঘ্রই আমরা খান প্রকাশনী হতে অন্যবারের মতো এবারও ভালো কয়েকজন ব্লগারের লেখা বই আকারে পাবো ইনশাআল্লাহ। নবীন লেখক-লেখিকাগণ চাইলে তাদের বই প্রকাশের ক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারেন। প্রকাশনা সংক্রান্ত যে কোনো বিষয়ে সম্ভাব্য সর্বাত্মক সকল সহযোগিতা করার নুন্যতম আশ্বাস রইলো। ধন্যবাদ।

সকলের দু'আ প্রার্থী।

বিষয়: বিবিধ

১২১২ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174987
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৮
বাকপ্রবাস লিখেছেন : অভিনন্দন এবঙ শুভেচ্ছা,লেখক, পাঠক আর প্রকাশক সবাইকে
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০১
128190
মাই নেম ইজ খান লিখেছেন : অভিনন্দন জানাচ্ছি বাকপ্রবাস ভাইকেও।

পাশাপাশি আমরা আপনার কাছ থেকেও বিষয়ভিত্তিক লেখা, গল্প-উপন্যাস আশা করছি।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৪
128215
বাকপ্রবাস লিখেছেন : দোয়া করবেন, স্বপ্নগুলো পরবর্তী প্রজন্ম উমামাদের যেন দিয়ে যেতে পারি
174988
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৬
আহমদ মুসা লিখেছেন : খান প্রকাশনীর হাত ধরে নবীন লেখকরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখুক। এই কামরাই করছি এবং সাথে সাথে এও আশা করছি বাংলা সাহিত্যতে পৌত্তলিক ও বস্তুবাদী দুর্গতিশীলদের ধাপট কমিয়ে ইনসাফ ও আদলের পক্ষে, ঐশ্বরিক ও মানবতাবাদী তথা ইসলামাইজড করার যে নব জাগরণ সৃষ্টি হয়েছে তার অন্যতম সহযাত্রী হিসেবে খান প্রকাশনীর উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০১
128191
মাই নেম ইজ খান লিখেছেন : মহান আল্লাহ আপনাদের দু'আ কবূল করুন। আমীন।
174990
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ইশরাতমণির বই কিনবো ইনশাআল্লাহ। থ্যাংক্স ইশরাতমণি। যাজাকিল্লাহু খাইর।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৮
128193
মাই নেম ইজ খান লিখেছেন : وإياك
174992
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মহান আল্লাহ আপনাদের সহায় হোন। নতুন লেখকদের প্রতিভা বিকশিত করতে প্রকাশিত করতে আপনাদের সহয়তা আরো বৃদ্ধি করে দিক।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩০
128428
মাই নেম ইজ খান লিখেছেন : আমীন। আমীন।
174998
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৪
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩০
128429
মাই নেম ইজ খান লিখেছেন : Good Luck Good Luck Good Luck
174999
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৬
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৩
128430
মাই নেম ইজ খান লিখেছেন : ভালো উদ্যোগ।

আপনি চাইলে লেখা গুলো একত্র করে আমাকে মেইল করে দিতে পারেন।

প্রকাশনার ক্ষেত্রে আমরা কোনো সহযোগিতা করতে পারি কি না চেষ্টা করে দেখবো ইনশাআল্লাহ।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৫
128433
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : এবারের বই মেলায় কি প্রকাশের কোন সম্ভাবনা আছে?
175001
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : দ্বীতিয় লেখকের ব্লগীয় নিক-নাম কি? জানালে উপকৃত হবো।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৪
128432
মাই নেম ইজ খান লিখেছেন : শেয়াল পন্ডিত! ~:> ~:> ~:>
175004
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা Rose Rose Rose Rose Rose
175007
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩১
মোঃজুলফিকার আলী লিখেছেন : জেনে অনেক ভাল লাগলো। ধন্যবাদ।
১০
175041
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০২
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১
175046
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৭
egypt12 লিখেছেন : ভাই রেডি হয়ে আপনার শরণাপন্ন হবো চিন্তা করছি Happy
১২
175050
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ইশরাত আপু'র বই এর কাভারটা যদি ডীপ কালারের হতো আমার অনেক খুশি লাগতো। Happy Love Struck কারন আমিতো কিনবো Waiting (লাইট কাভার হলেও কিনবো, কিন্তু একটু কম খুশি লাগবে) Sad Sad
১৩
175062
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০১
জাগো মানুস জাগো লিখেছেন : Go ahead, we are with you.which stall we find your books, brother. Rose Rose
১৪
175124
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ। আপনাদের উদ্যোগ সফল হোক।
১৫
175513
১০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০১
ইশরাত জাহান রুবাইয়া লিখেছেন : আল্লাহ এই অগ্রযাত্রা অব্যাহত রাখুন। Praying Praying Praying Praying Praying
১৬
176559
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৪
রেহনুমা বিনত আনিস লিখেছেন : নতুন লেখকদের অভিনন্দন ও শুভেচ্ছা Thumbs Up Thumbs Up Thumbs Up
নতুনদের উৎসাহ দেয়ার জন্য প্রকাশককে ধন্যবাদ ও বাহবা Applause Applause Applause
আমি আগ্রহী পাঠক, বই কিভাবে সংগ্রহ করব প্ল্যান করছি Thinking Thinking :-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File