এক মুহূর্ত্বের মৃত্যু...
লিখেছেন লিখেছেন নতুন মস ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:০২:২৭ রাত
মৃত্যু হচ্ছে
সত্যিই হচ্ছে
চেয়ে দেখ...
গভীরভাবে ভেবে দেখ।
একটা একটা সেকেন্ড
মরে যাচ্ছে...
দ্রুত আলো ছুটছে
আপন গতিতে।
একটা একটা মিনিট
মরে যাচ্ছে
চেয়ে আকাশ দিকে হঠাত্
ভরা তারা মিটমিট জ্বলে।
একটা একটা ঘন্টা
মরে যাচ্ছে
গভীর রাত শেষে সূর্য
ঐ উকি দেয় হেসে হেসে।
একটা একটা মাস
মরে যাচ্ছে
ঝরা পাতা শিশিরের ঘ্রাণ শেষে
কচি সবুজে পড়েছে
রোদের ছায়া।
একটা একটা বছর
মরে যাচ্ছে
একটু একটু করে গত বছর জন্ম নেওয়া বাচ্চাটি
আধ আধ ভাঙ্গা
বুলি ছড়িয়ে
হাসতে হাসতে বলছে
শোন..
কি করছ?
তুমি ত মরেই যাচ্ছ।
#নতুন_মস
সূর্যবাড়ি
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বদলে যাচ্ছে ।
আমরাও বদলে যাচ্ছি ।
ভাল লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন