উপস্থাপক যখন আলোচক
লিখেছেন লিখেছেন তিতুমির ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২৯:৪৮ রাত
ঙ্গলবার রাত 10 টার সময় টিভির সম্পাদকীয় শিরোনামের অনুষ্ঠানে ছিলেন আসিফ নজরুল , সাদেক আলী , আব্দুল মান্নান , ও ওপস্থাপক মুর্শেদ । আশ্চর্যয়ের বিষয় আলোচনার এক সময় আসিফ নজরুল বলে ওঠলেন , আমি তো এখানে মাইনরীটি কারণ আমি ছাড়া আপনার তিনজনই সব বিষয়ে এক মত । আশ্চর্যয়ের বিষয় নয় কী ওপস্থাপক ও আলোচকের ভূমিকায় । উপস্থাপক মুর্শেদ যখন বললেন , আজকের খালেদা জিয়ার বক্তব্যের মধ্যে নুতন কিছু নাই , আর উপজেলা ইলেকশনের বিষয়ে তাদের যুক্তির কোনও ভিত্তি নাই , আসিফ তত্ক্ষণাত বললেন , খালেদার যুক্তির ভিত্তিটাই বেশি শক্তিশালী , ৫ তারিখের আগের ইলেকশনেও জোট গিয়েছিলো , আর উপজেলা ইলেকশনে দেশের সরকারের কোনও পরিবর্তণ হয় না ।
১০ ট্রাক অস্ত্র মামলায় খালেদার ভূমিকা নিয়ে আদালতের রায় নিয়ে ও আসিফ বললেন , উনি একবার বললেন খালেদা নিশ্চুপ ছিলেন , আবার বললেন উনি বেবস্থা নিলেন , পরক্ষণে ই বললেন , উনার নিশ্চুপ রহসসময় , সম্পুর্ন বিষয় টাই একটু অন্য রকম নয় কী ?
আবার আসিফ নজরুল এক বিষয়ে খুবই সিরিয়াস যে জামাত শিবির কে সরকার নিষিদ্ধ করে দিলেই তো পারে । কারণ ওরা একটা দুষ্ট ক্ষত কারণ এর রগ কাটে , কিন্ত বাসতব কী ভিন্ন নয় ?
প্রচলিত মিডিয়ার ষ্টেটিস্টিক্স অনুসারে কত গুলি মানুষের রগ কাটা হয়েছে আর কত জামাত শিবিরের কর্মী কে মেরে ফেলা হয়েছে , রগ কাটা হয়েছে হাতে গোনা কিছু ।
আর সাদেক আলী শুধু বললেন , না জামাত শিবির নিষিদ্ধ করলেই ওরা শেষ হয়ে যাবে না , ঙ্গলবার রাত 10 টার সময় টিভির সম্পাদকীয় শিরোনামের অনুষ্ঠানে ছিলেন আসিফ নজরুল , সাদেক আলী , আব্দুল মান্নান , ও ওপস্থাপক মুর্শেদ । আশ্চর্যয়ের বিষয় আলোচনার এক সময় আসিফ নজরুল বলে ওঠলেন , আমি তো এখানে মাইনরীটি কারণ আমি ছাড়া আপনার তিনজনই সব বিষয়ে এক মত । আশ্চর্যয়ের বিষয় নয় কী ওপস্থাপক ও আলোচকের ভূমিকায় । উপস্থাপক মুর্শেদ যখন বললেন , আজকের খালেদা জিয়ার বক্তব্যের মধ্যে নুতন কিছু নাই , আর উপজেলা ইলেকশনের বিষয়ে তাদের যুক্তির কোনও ভিত্তি নাই , আসিফ তত্ক্ষণাত বললেন , খালেদার যুক্তির ভিত্তিটাই বেশি শক্তিশালী , ৫ তারিখের আগের ইলেকশনেও জোট গিয়েছিলো , আর উপজেলা ইলেকশনে দেশের সরকারের কোনও পরিবর্তণ হয় না ।
১০ ট্রাক অস্ত্র মামলায় খালেদার ভূমিকা নিয়ে আদালতের রায় নিয়ে ও আসিফ বললেন , উনি একবার বললেন খালেদা নিশ্চুপ ছিলেন , আবার বললেন উনি বেবস্থা নিলেন , পরক্ষণে ই বললেন , উনার নিশ্চুপ রহসসময় , সম্পুর্ন বিষয় টাই একটু অন্য রকম নয় কী ?
আবার আসিফ নজরুল এক বিষয়ে খুবই সিরিয়াস যে জামাত শিবির কে সরকার নিষিদ্ধ করে দিলেই তো পারে । কারণ ওরা একটা দুষ্ট ক্ষত কারণ এর রগ কাটে , কিন্ত বাসতব কী ভিন্ন নয় ?
প্রচলিত মিডিয়ার ষ্টেটিস্টিক্স অনুসারে কত গুলি মানুষের রগ কাটা হয়েছে আর কত জামাত শিবিরের কর্মী কে মেরে ফেলা হয়েছে , রগ কাটা হয়েছে হাতে গোনা কিছু ।
আর সাদেক আলী শুধু বললেন , না জামাত শিবির নিষিদ্ধ করলেই ওরা শেষ হয়ে যাবে না ,
বিষয়: বিবিধ
১১৬২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডবল পোস্ট হয়ে গেছে ।
মন্তব্য করতে লগইন করুন