"দেশপ্রেম"
লিখেছেন লিখেছেন Medha ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:০৬:১২ রাত
আমি কুসংস্কারে বিশ্বাসী না কিন্তু বাংলাদেশের খেলা শুরু হলে উল্টাপাল্টা কাজ শুরু করি। কোনও এক অদ্ভুত কারনে কখনো সোফায় বসে আমি খেলা দেখিনা, কেন জানি মনে হয় সোফায় বসলেই বাংলাদেশ হারবে।
এক বড় ভাই আছে , বাংলাদেশের খেলা হলে উনি নিজের বাসার বাথরুমে কখনো যান না, পাশের
ফ্ল্যাটের বাথরুমে যায়। নিজের বাথরুমে গেলে নাকি বাংলাদেশের
উইকেট পড়ে ,আবার বোলিংয়ে থাকলে নাকি বিপক্ষ দল ছক্কা মারে।
আমার এক বন্ধু আছে, বাংলাদেশের খেলা হলে স্যালাইন খায় , তাও আবার সব স্যালাইন না ... "রাইস স্যালাইন" খাওয়া লাগবে ...
পুরাই আজিব অবস্থা।
এইটুক পর্যন্ত হইলে ভালোই হইত...
একবার বাংলাদেশ-ভারত খেলা চলতেছে, চরম উত্তেজনার মুহূর্ত... তখনই রোমিও বদি ভাইয়ের নাম্বারে ফোন আসছে...
বদি ভাই লাউড স্পিকারে দিয়ে কথা বলতেছে...
বদি ভাইঃ ওই কেডারে ফোন দিছস এখন?
ছেলেঃ এইটা কি চাউলের আড়ত?
বদি ভাইঃ এইডা বালের আড়ত... হুমুন্দির পুত ফোন রাখ তুই...
তখনই ভারতের একটা উইকেট
চলে গেল ... এরপর থেকে বদি ভাইয়ের ধারনা হইছে ওই ছেলেরে "হুমুন্দির পুত" বইলা গালি দিলে বাংলাদেশ বিপক্ষ দলের উইকেট
নিতে পারে...বাকিটা নিজেরা বুঝে নেন সব কিছু খুলে না বললেও হয়
...
আসল কথা হচ্ছে,আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসি। কখনোই চাইনা তারা হেরে যাক। ফেসবুকে এক ছোটভাই বলছিল,"বাংলাদেশ ক্রিকেট টিম হেরে গেলে যখন চোখের কোনে পানি জমে তখন মনে হয় দেশপ্রেমটা জিনিসটা এখনো একটু হলেও আছে আমাদের মাঝে।"
বিষয়: বিবিধ
১০৫৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন