"তবুও ছোট্ট জোনাকি আলোর মিছিল গড়ে"
লিখেছেন লিখেছেন নতুন মস ২৮ জানুয়ারি, ২০১৪, ০৯:৩৯:৩৬ রাত
আমি থাকি
চার কোণায়
আবদ্ধ
দুটি জানালার সাথে
একটি দোর
বিশিষ্ট ঘরে...
স্বপ্ন আমার ভেন্টিলেটার ঘিরে
ঐ আকাশের
মেঘের সাথে ঘোরে...
অনেক পাখিরা
পাখনা মেলে উড়ে
তবুও ছোট্ট জোনাকি
আলোর মিছিল গড়ে
স্বপ্ন আমার
আকাশ ছুব আমি
স্বপ্ন আমার
বানাবো প্রশান্তির বাড়ি।
#নতুন_মস
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"আমার আল্লাহ মাঝে মাঝে আমার পরীক্ষা নেন,কিন্তু সব সময় আমাকে সাহায্য করেন।"
"Logic will get you form a to b. But imagination will take you everywhere"
স্বপ্ন আমার ভেন্টিলেটার ঘিরে
ঐ আকাশের
মেঘের সাথে ঘোরে...
চমৎকার শব্দবুনন, বার বার পড়তে ইচ্ছে করছে। অনেক ভালো লাগল।
"হৃদয় আপনার বিনয়ের কেন্দ্র।মন হতে পারে আপনার দাম্ভিকতার উত্স।"
"সেই ব্যক্তিই সবচেয়ে জ্ঞানী ও প্রজ্ঞাবান যিনি পরম করুনাময় আল্লাহর দয়ার ব্যাপারে আশা ও আত্নবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেয়"
মিলে গেছে...
জোনাকি আলোর
মিছিল গড়ে"
"উত্তম চরিত্র সব সময় একটি প্রশ্ন দ্বারা শুরু হয়,
'আমি কেন এটা করছি'।"
"কোন ভাল কাজ করার পর যদি আপনি অন্তরে মিষ্টতা অনুভব না করেন এবং হৃদয় প্রশান্ত না হয় তাহলে আপনার অন্তরকে সন্দেহ করুন"
আপনার জন্য ফুউউউ...
"There is no condition ,no circumstance,no problem that love cannot slove."
আপনার কাছ থেকে অনুপ্রাণিত।
মন্তব্য করতে লগইন করুন