তোমরা না খেললে আমাদের কি আসে যায়!
লিখেছেন লিখেছেন মরু সাইমুম ২৮ জানুয়ারি, ২০১৪, ০৯:৩৪:৫৮ রাত
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নারায়নস্বামী শ্রীনীবাষ যে হুমকি দিল তাদের আধিপত্য বিস্তারের সুযোগ করে না দিলে তারা বাংলাদেশে টি২০ বিশ্ব কাপ আর এশিয়াকাপ খেলবেনা। তাকে বলি নারায়ন তাতে আমাদের কি আসে যায়?মনে না ছাইলে খেলবানা, আমরা চাই তোমরা আমাদের দেশে না খেল!! তোমরা না খেললে বড় জোর বাংলাদেশের কয়্টা টাকা লস হবে এইতো আরকি। টাকার চেয়ে আমাদের ক্রিকেটের সর্বভৌমের মর্যাদা আমাদের কাছে অনেক অনেক গুন বেশী। প্রয়োজনে আমরা আরেকটা আইসিসি গড়বো তবুও কারো গোলামী নয় জেনে রাখ নারায়ন…
বিষয়: বিবিধ
৮৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন