"শিশিরের শীতে নীলসে জোসনার আলো"

লিখেছেন লিখেছেন নতুন মস ২১ জানুয়ারি, ২০১৪, ১১:৪১:১৪ সকাল

সবুজের সাথীরা

ঐ দুর

আকাশের পাণে তাকিয়ে তোমরা কি বলেছিলে বলত

তোমরা কি হৃদয়ের ডাক শুনে

তোমরা কি রক্তের ফোঁটা দিয়ে

আনন্দটাকে আনতে

চুয়ে চুয়ে পড়া

সাদা সাদা রক্ত

ঐ পাত্র ঢালতে

হারিয়ে গেলে অজানাতে

অসীমের পথে

হৃদয়নামক বাগিচা অপলক চেয়ে থাকে

তোমরা কি রাতের আকাশের তারা

হয়ে

পড়ছ টুপ টাপ

শিশিরের শীতে।

নিশ্চুপ ঘুম....

জড়িয়ে কান্নারা

সব ছুটে আসে

এ পাড়ায়

তোমরা কি যান

মায়ের চোখের জল শুকিয়ে গেছে

মরুভুমির বালুর ছোঁয়ায়

তোমরা কি জান

তিন বছরের শিশুটি নিরবে হাসে

তোমাদের কথা ভেবে

ফেরেস্তারা তাকে জানিয়েছে দিয়েছে সব

নেই চিন্তা তাতে

শুধু চেয়ে রয়

অপলক

হৃদয়ের ঝড়

হৃদয়ে উঠছে

তোমরা গেলে বেঁচে

সুখ পাখিদের

ছুঁয়ে ফেলেছ

কান্না মোদের কিসের

সময় এসেছে

এক কাতারে দাড়িয়ে এগিয়ে যাবার

শহীদ হলে তাদের স্মৃতিকে অন্তরকে শুধু গাথার

সুযোগ একটু দাও

ক্ষমার সাগরে আমাদেরকে তোমাদের সাথে লও

তোমরা থেকো ভাল

জান্নাতের পাখি হয়ে

উড়ে উড়ে এসে

দেখে যেও

নীলসে জোসনার আলো।

আমরাও আসব কাল

যত অন্যায়, মিথ্যা, হিংসুক অত্যাচারী শাসকদের

ভেঙ্গে সকল দ্বার।

#শহীদ_আবু_হানিফ_ছোটন(১৪)

#শহীদ_তারিক_মুহাম্মদ_সাইফুল (তিন বছরের কন্যা)

#নতুন_মস

বিষয়: বিবিধ

১৩১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165262
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৪
শিশির ভেজা ভোর লিখেছেন : চমৎকার হয়েছে চালিয়ে যান
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০১
120265
নতুন মস লিখেছেন : ধন্যবাদ
ভাল থাকুন
সুস্থ থাকুন
নিরাপদে থাকুন
165426
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৮
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১৫
120272
নতুন মস লিখেছেন : ধন্যবাদ
ভাল থাকুন
সুস্থ থাকুন
নিরাপদে থাকুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File