শিশু ধর্ষণের দায়ে ২ বছরে প্রায় ৪০০ পাদ্রি পদচ্যুত

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২১ জানুয়ারি, ২০১৪, ১১:৪০:৪৯ সকাল

শিশুদের ওপর ধর্ষণসহ নানা নির্যাতনের কারণে বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের সাবেক প্রধান ধর্মগুরু পোপ ষোড়শ বেনিডিক্ট দুই বছরে প্রায় ৪০০ জন পাদ্রিকে পদচ্যুত করেছিলেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, পোপ ২০১১ সালে ২৬০ জন এবং ২০১২ সালে ১২৪ জন পাদ্রির পৌরহিত্য বা ধর্মীয় স্ট্যাটাস বাতিল করেন শিশুদের ধর্ষণ ও নির্যাতন করার অপরাধে। তিনি ২০০৮ ও ২০০৯ সালে একই অপরাধের জন্য ১৭১ জন পাদ্রিকে পদচ্যুত করেন।

তবে এ ধরনের অপরাধের জন্য পদচ্যুত হওয়া পাদ্রিদের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে গির্জা সংশ্লিষ্ট একজন আইনজীবী জানিয়েছেন।

গত সপ্তাহয় জাতিসংঘের মানবাধিকার প্যানেল ভ্যাটিকানের একদল কর্মকর্তাকে শিশু নির্যাতক পাদ্রিদের মাধ্যমে হাজার হাজার শিশুর নির্যাতিত হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন।

এই প্রথম পাদ্রিদের হাতে শিশু নির্যাতন মামলার বিষয়ে জাতিসংঘের উদ্যোগে জেনেভা ও সুইজারল্যান্ডে শুনানি অনুষ্ঠিত হয়। গির্জা এ বিষয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, এই মামলাগুলো পরিচালনা করা সেইসব দেশের বিচার-বিভাগের দায়িত্ব যেসব দেশে নির্যাতনের ওইসব ঘটনা ঘটেছে।

সূত্র: আইআরআইবি

উৎসঃ নতুন বার্তা

আল্লাহ তায়ালা সকল শিশুকে সকল প্রকার নির্যাতন থেকে রক্ষা করুন। সে যে ধর্মেরই হোক না কেন বা যে জাতিরই হোক না কেন।

বিষয়: বিবিধ

২৫৬৩ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165270
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫০
বুড়া মিয়া লিখেছেন : সমাজ-সভ্যতা নতুন করে সাজানো ছাড়া এ থেকে প্রতিকারের কোন উপায় আছে বলে মনে হয় না - এভাবে শুধু আলোচনা-সমালোচনা ছাড়া!
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৩
119475
প্রিন্সিপাল লিখেছেন : সমাজকে সচেতন করার দায়িত্ব আপনার-আমার উপর।
আসুন, দায়িত্ব পালনে সচেষ্ট হই।
165275
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০১
আহমদ মুসা লিখেছেন : নীতিনৈতিকতার অভাব থাকলে এবং পরকালে যদি আল্লাহর আদালতে জবাবদিহিতার মুখোমোখি হওয়ার গুরুত্ব না বুঝে সে যে মত ও ধর্মেরই হোক না কেন। তার কাছে দুনিয়াবী চাকচিক্যেময় কোন আমানতই নিরাপদ নয়। খ্রীস্টধর্মীয় চিন্তাধারাতে এমনিতেই বিকৃতি ঘটেছে ইসলাম আসার পূর্বে। তার উপর বর্তমানে যারা খ্রীস্ট ধর্মের পুরোহিত তাদের মধ্যে পরকালে সহজে নাজাতের ভূয়া ধারণার ফলে দুনিয়াতে মারাত্মক আকাম কুকামে জড়িত হওয়াকে তেমন গর্হিত মনে করে না। বিকৃত হয়ে যাওয়া খ্রীস্টীয় ধর্ম বিশ্বাসই মূলত এসব অপকর্মের পেচনে উৎসাহ যোগাচ্ছে।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৯
119484
প্রিন্সিপাল লিখেছেন : ভাই আহমদ মুসা! ঠিকই বলেছেন।
তাদের আকীদার দুটি দিক লক্ষ করলেই তা বুঝা যায়।
প্রথম: তাদের বিশ্বাস সকল উম্মতের পাপ মোচনের জন্যই যীশুকে শূলে চড়ানো হয়েছিল এবং হত্যা করা হয়েছিল।
দ্বিতীয়: তারা বিশ্বাস করে, পাদ্রীরা তাদের পাপ মোচন করে দেয়।
যত পাপই করা হোক না কেন, তা মোচন করার ক্ষমতা পাদ্রীর রয়েছে।

তবে আফসোস আমাদের সমাজেও তা প্রবেশ করেছে।
যেমন মৃত ব্যক্তির নামাযের কাফফার আদায় করা হয়, যা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২১
119515
ইশতিয়াক আহমেদ লিখেছেন : মুসা ভাই ‘‘শেষ বিকেল‘‘ কে কিছু বলুন। নিচে দেখুন কেমন মন্তব্য করেছে
165277
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০৬
শিশির ভেজা ভোর লিখেছেন : ভালো হয়ছে
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৯
119485
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
165286
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪০
মহি১১মাসুম লিখেছেন : ধর্মীয় খোলসে ব্যভিচারের কারন ও প্রতিকার নিয়ে আপনার লিখা চাই।
ধন্যবাদ।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪২
119492
প্রিন্সিপাল লিখেছেন : ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনাদের দোয়া চাই।
আপনাকে অনেক ধন্যবাদ।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৭
119499
শেষ বিকেলের লিখেছেন : মক্কা-মদীনায় কাবা শরীফের মুফতীদের হাতে প্রতিদিন কত হাজার কাজের বু্যা ধর্ষনের শিকার হয় সে হিসেবও চাই @ মহি ভাই
165290
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৫
শেষ বিকেলের লিখেছেন : সৌদি আরবে কাবা শরীফের মুফতীদের হাতে প্রতিদিন কত হাজার কাজের বু্যা ধর্ষনের শিকার হয় সে হিসেব আছে??
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫১
119501
লুকোচুরি লিখেছেন : আপনি কি নিশ্তিত এই তথ্য সঠিক? যদি তাই হয় তবে কেউ আল্লাহ্‌র আইনের বাইরে না। অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। আর কেউ যদি এটা নিয়ে মিথ্যাচার করে তবে তাকেও শাস্তি পেতে হবে।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৭
119518
লুকোচুরি লিখেছেন : ডিজগাসটিং, নাস্তিক বা অন্য ধর্মের হতেই পারেন, তাই বলে অন্যদের বিশ্বাসের এভাবে অপমান কেন করেন? যারা নাস্তিক তারাতো বলে তাদের ধর্ম মানবতা এই কি মানবতার নমুনা? অন্যদের বিশ্বাসকে খাটো করে দেখা? ছি ছি, ধিক! আপনাদের মানসিকতার উপর।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫২
119522
প্রিন্সিপাল লিখেছেন : হিসাব চেয়ে কি লাভ? তারা যদি অপকর্ম করে তার হিসাব তাকেই দিতে হবে। আর আমার জানা মতে সে দেশে যারাই অপকর্ম করে এবং ধরা পড়ে তাদের বিচার অবশ্যই হয়। সে যে কেউ হোক না কেন।
তার প্রমাণ কয়েক দিন পূর্বে প্রকাশিত সংবাদ:
একজন প্রিন্সকে হত্যার দায়ে কিসাসের রায় হয়েছে এবং সরকার থেকে বলা হয়েছে, তাকে ক্ষমা করার কোন প্রশ্নই আসে না। অপরাধী সে যে কেউ হোক না কেন, সে অপরাধী।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৪
119523
ইমরান ভাই লিখেছেন : লুকোচুরি,
ছাগীতে কি না খায়???
ছাগীরে বইলে কি লাভ???
একটু পরে গালিগালাজ শুরু করবে।
বাদ দেন।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৮
119526
প্রিন্সিপাল লিখেছেন : হিসাব চেয়ে কি লাভ? তারা যদি অপকর্ম করে তার হিসাব তাকেই দিতে হবে। আর আমার জানা মতে সে দেশে যারাই অপকর্ম করে এবং ধরা পড়ে তাদের বিচার অবশ্যই হয়। সে যে কেউ হোক না কেন।
তার প্রমাণ কয়েক দিন পূর্বে প্রকাশিত সংবাদ:
একজন প্রিন্সকে হত্যার দায়ে কিসাসের রায় হয়েছে এবং সরকার থেকে বলা হয়েছে, তাকে ক্ষমা করার কোন প্রশ্নই আসে না। অপরাধী সে যে কেউ হোক না কেন, সে অপরাধী।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০২
119527
লুকোচুরি লিখেছেন : জী সেটাই, এরা যখন যুক্তিতে পারে না, তখন অশ্লীল ভাষা দিয়ে আক্রমণ করে। এদের দৌড় গালি-গালাজ পর্যন্তই। ইসলামের নামে চরম মিথ্যাচার করতে এরা দ্বিধা করে না, এরা অন্য ধর্মের নামে কখনই কিছু বলে না, কিন্তু সবসময় ইসলামের পিছনেই লেগে থাকে।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৪
119562
বড়মামা লিখেছেন : আমরা মক্কায় থাকি কাবা শরিফের ইমামদের সব নজরদারি করা হয়।ফালতো মন্তব্য করার আগে একবার মক্কা মধিনা আসুন ।ভালো ভাবে যেনে বুজে মন্তব্য করুন আর আপনি মুসলিম না হলে মক্কা ও মধিনা শহরে ডুকতেই পারবেনা।মুসরেকদের ডুকা করা নিশেধ।
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
119615
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : শেষ বিকেলের তুর বাবা কত জন সে হিসাব রাখছ?
165316
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২৩
আমি মুসাফির লিখেছেন : ইসলাম ও মুসলমানদের ইমাম, নেতা ও ইসলামী চিন্তাবিদ গবেষকদের এইজন্যই আন্ডারগ্রাউন্ডে রেখে ফাকা মাঠে তারা এই খেলা করবে তাদের দোসররাও আমাদের দেশে এমনটি চাই এদরে চরম শাস্তি হওয়া উচিত।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
119524
প্রিন্সিপাল লিখেছেন : হ্যা, যারা অপকর্ম করবে, তাদের বিচার হওয়া চাই, এটাই হল সমাজের দাবী।
তবে এমনটা করা ঠিক না। যেমন কোন গ্রামে নাকি এক ভিখারীনি সাড়া গ্রামে দৌড়াচ্ছে আর বলছে, (দুনিয়া আর থাকল না) তাকে জিজ্ঞেস করা হল কি হয়েছে?
সে উত্তরে বলল: অমুন ইমাম সাহেবের স্ত্রীর বাচ্চা হয়েছে। ইমাম সাহেব কেন এমন কাজ করবেন?
165327
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৪
সালাহ লিখেছেন : অমুসলিমদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কিইবা আশা করা যেতে পারে । যাহোক , লিখনীর জন্য ধন্যবাদ
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৮
119525
প্রিন্সিপাল লিখেছেন : ভাই সালাহ! এখানে মুসলিম আর অমুসলিমের প্রশ্ন নয়, এখানে আমাদের দেখতে হবে, অপকর্মটি।
আল্লাহ তায়ালা আমাদেরকে রক্ষা করুন। আমীন
165336
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৫
ইমরান ভাই লিখেছেন : বর্তমানের খৃস্টান ইসা (আ) এর অনুসারী নয়। এরা ভন্ড পোপের অনুসারী। তাই এরখম হবেই।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০৫
119529
প্রিন্সিপাল লিখেছেন : হ্যা, ভাই ইমরান!
ঈসা আঃ এর উপর ঈমান না আনা পর্যন্ত কোন মুসলিমের ঈমান পূর্ণ হবে তথা সে মুসলিম হিবেসে গন্যই হবে না।
তবে তাঁর শরীয়তকে পরিবর্তন ঘটিয়ে তাদের নিজেদের মত করে সাজিয়েছে।
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
119614
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : সহমত
165351
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২১
সালাহ লিখেছেন : তারাতো কখনো অপকর্মকারী বলেনা , সব সময় তারা বলে মুসলিম জঙ্গী । তাহলে আমি কিভাবে অমুসলিম ধর্ষক বলা থেকে নিজেকে বিরত রাখব
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৫
119535
প্রিন্সিপাল লিখেছেন : ভাই সালাহ!
তারা বলুক, আমরা মুসলিমরা এমন আচরণ করব, যারা দরূন তারা যেন বলতে বাধ্য হয় যে, মুসলিমরাই ভাল।
দেখুন: বৃটিশরা কেন ইসলামের দিকে ঝুকছে? কেননা সেখানকার মুসলিমরা তাদের আচরণে তাদেরকে বুঝাতে পেরেছে যে, তারা প্রকৃতপক্ষে আদর্শবান।
১০
165362
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩০
সালাহ লিখেছেন : কিন্তু হাসসান বিন সাবিত রাঃ যে রাসুল সঃ কে প্রায় ১৯ টির মত একই আসরে শুনিয়েছিলেন - ইয়াহূদীদের পাল্টা পদক্ষেপ হিসেবে । সেটা যে এখনো আমার চোখের সামনে জ্বলজ্বল করে ।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৯
119548
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহু আকবার।
তারা রাসূল (সাঃ) এর জন্য এত কিছু করেছিলেন, আমরা তার জন্য কি করতে পেরেছি? নিজেকেই প্রশ্ন করি।
১১
165364
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩১
সালাহ লিখেছেন : কবিতা শুনিয়েছিলেন হাসসান বিন সাবিত রাঃ আমার কলিজার টুকরা মুহম্মদ সঃ কে
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪০
119549
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক দান করুন, আমরাও যেন তাদের আদর্শ গ্রহণ করে, আমাদের কলীজার টুকরার দ্বীনের জন্য কিছু করতে পারি। আমীন
১২
165455
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ্পাদ্রিরা লুইচ্চার গুষ্টি- পিলাচ পিলাচ
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
119644
প্রিন্সিপাল লিখেছেন : সবাইকে এক পাল্লায় মাপা ঠিক হবে না।
তবে অনেকেই সম্ভবত, পাপ মোচনের নীতি থাকার কারণে করে থাকে।
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৫
119954
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : হুম
১৩
165483
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
119661
প্রিন্সিপাল লিখেছেন : আমীন।
১৪
165488
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন
২২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৪
119855
প্রিন্সিপাল লিখেছেন : আমীন
১৫
165555
২১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৩
শেখের পোলা লিখেছেন : এ ঘটনা হর হামেশা ঘটে৷ কারণ আইনের শাসন নেই৷
২২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৫
119856
প্রিন্সিপাল লিখেছেন : হ্যা, যেমনিভাবে প্রয়োজন ইসলামী মূলবোধ যেমনিভাবে প্রয়োজন ইসলামী ও সামাজিক অনুশাসন।
অনেক ধন্যবাধ।
১৬
165615
২২ জানুয়ারি ২০১৪ রাত ০১:২১
সবুজেরসিড়ি লিখেছেন : আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন . . .
২২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৫
119858
প্রিন্সিপাল লিখেছেন : আমীন।
১৭
169970
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০১:১৫
অজানা পথিক লিখেছেন : আমীন।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪২
123996
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ তায়ালা কবুল করুন।

আপনাকে অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File