ছুটন্ত ভালবাসা
লিখেছেন লিখেছেন নতুন মস ১৭ জানুয়ারি, ২০১৪, ০৭:১৯:৪২ সকাল
অনেক কুয়াশার ভীরে
আফসা আফসা
আলো-ছায়া মায়ার খেলায় ভোর এল...
দুর বহু দুর
ঘাসের উপর শিশিরের মেলা
চোখ বুজে দেখ
বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা কণিকা
হৃদয়ের অনুভূতিকে জাগিয়ে তোলা।
মন ছুঁয়ে যায়
আজানের সুর
ভেসে ভেসে চলে যায়
আজ বহূ দূর।
সুদূরে
ঐ চেনা শহর
আমার বাড়ির
মাটিতে আঁকা
গ্রাম বাংলা ঘ্রাণ।
ডেকে দেয় মোরে
তার সুমধুর ডাক...
"উঠ নামাযের সময় হয়েছে উঠ"
হৃদয়ে দেয় দোলা
কেন ডেকে দাও
মোরে তুমি রোজ
ফরজের বেশে
ক্লান্তির শেষে
ভালবেসে ভালবেসে....
প্রাণ খুলে করি দোয়া
ভালবাসারা ছুটে আসে
এই অন্তরে
দেয় দোলা।
#নতুন_মস
(#ফজর_সময় সেই সুদূর রংপুর থেকে বড় ফুপু প্রায় ফোন দেন ফজরের পর পর
নামায যাতে কাজা না হয় এই শীতের আমেজে।
খুব অবাক লাগে ভাবতেই কি ভয়ানক ঠান্ডা পড়েছে রংপুরে
সেখান থেকে একটা গভীর ভালবাসায় জড়ানো কন্ঠ ভেসে আসছে
"ওঠ ওঠ নামাযের সময় যাচ্ছে "...
অনেক অনেক বড় নিয়ামত
এটা সত্যি আমার কাছে।
"হে আল্লাহ আপনি আপনার এই প্রিয় বান্দাকে নেক হায়াত দান করুন।আমীন")
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বানান শিখাবেন আমাকে।
শুকরিয়া শুকনোপাতা।
মন্তব্য করতে লগইন করুন