অপেক্ষার নিশিতো প্রহর!!

লিখেছেন লিখেছেন সাদামেঘ ১৭ জানুয়ারি, ২০১৪, ০৭:২৯:৫১ সকাল

অপেক্ষার নিশিতো প্রহর!!

অপেক্ষা মনের জগতে মেঘের ঘনঘটা

অপেক্ষায় বিমোহিত হয় হৃদয়টা।

অপেক্ষা! যেন বিশের পেয়ালায় রাখা নেশা

অপেক্ষা মিনিটে মিনিটে বাড়ায় হতাশা।

অপেক্ষার ক্ষনগুলো যেন কাটতেই চায়না

অপেক্ষায় আক্ষেপিত জন ছাড়া এর যন্ত্রনা কেউ বুঝেনা।

অপেক্ষা দুটি হৃদয়তে কাংখিত করে

অপেক্ষার ক্ষনগুলো কাটে বিষন্নতার ভীতরে।

অপেক্ষার রাত্রি যেন ভোর হতেই চায়না

অপেক্ষার স্মৃতি যেন কোনকালেই ভোলা যায়না।

অপেক্ষার নিশিতো প্রহর আসে যেন অনেক সাধনা পরে

অনাকাংখিত অপেক্ষা আর অনেক ধৈর্যের পরে সুখ আসে সবের ঘরে।

২০ শে জুন ২০০৬

বিষয়: বিবিধ

১৪৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163451
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৯
নতুন মস লিখেছেন : চমত্‍কার
কবিতার আসর বসেছে যেন ব্লগ জগতে
শীতের সকালের আমেজে।
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৭
117713
সাদামেঘ লিখেছেন : অনেক অনেক ভাল লাগলো আপনার মন্তব্য পড়ে।
163547
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৯
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৮
152007
সাদামেঘ লিখেছেন : ভাললাগা মন্তব্য ও পিলাচ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ
245703
১৮ জুলাই ২০১৪ দুপুর ১২:৪৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : অপেক্ষার নিশিতো প্রহর আসে যেন অনেক সাধনা পরে

অনাকাংখিত অপেক্ষা আর অনেক ধৈর্যের পরে সুখ আসে সবের ঘরে।
ভালো লাগলো
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৬
215986
সাদামেঘ লিখেছেন : সুন্দর উপমাতে মন্তব্য ভালোলাগলো!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File