ক্ষমা করে দাও প্রভু

লিখেছেন লিখেছেন নতুন মস ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৭:০২:০৯ সকাল

ভোরের আলো জানালার কাঁচভেদ করে আসে নিরবে

পাখিরা আপন ধ্যানে একই সুরে রোজ ডাকে

আচ্ছা ওদের কি মন খারাপ হয় না

নেই কি ওদের মাঝে মিথ্যাচার অশ্লীলতা আর খুন রক্তের হিংস্রতা

আচ্ছা শুনেছ তোমরা

একজন নিরিহ মানুষ

ফাঁসির কাঠগড়ায় দাড়িয়ে আছে যে

তিনি রাতে ইবাদাতরত ছিল কিনা

সে খবর রেখেছো

আজ যারা তার ফাঁসির পরোয়ানা জারির কথায় আনন্দে ফেটে পড়ছ

তারা কেন অধিকাংশ বেনামাযী মিথ্যা নফসের দাসের পুজারী

তুমি জানও ওরা অন্ধ বিশ্বাসে পাগলপারা

তোমরা যান এই কাদের মোল্লা লোকটা নিরাপরাধি একজন আল্লাহ নেককার বান্দা

যিনি রাতে ইবাদত করেন

দিনে ঘরে ঘরে কোরআনের বাণী প্রচারে জন্য সারাটা জীবন ব্যয় করেছেন

ও আচ্ছা তুমি জিঞ্জাস করছ একজন যুদ্ধাপরাধির পক্ষে কথা বলছি কেন?

আমি খারাপ ভন্ড ধর্ম ব্যবসায়ী

আরে বোকা

তুমি কি নামায পড় কোরআনের আয়াত গুলো কি তোমার হৃদয়কে দোল দেয়

যদি তুমি সত্যি ঈমানদার হও

তবে শোন

আমি অন্ধ নই

কানাও নই

এমনকি কানে আমার সমস্যা নেই

যে মানুষটির জীবনী আমি প্রতিটি ঘটনায় স্পষ্টভাবে জানতে পারছি

তোমাদের মত মিথ্যা অহংকারে কিভাবে একজন নিরিহ মানুষের ফাঁসি চাই বল

একজন ভাল মানুষ তাকে মুক্তি দেওয়া হোক

তোমাদের কাছে এটা আমার দাবী নয়

তোমরা কে?

কতটুকু ক্ষমতায় বা রাখ

হেদায়াতের মালিক আল্লাহ

জীবন রক্ষা করারও মালিক

এক আল্লাহ

আমার সৃষ্টিকতার কাছে তাই আমার প্রার্থনা

মুক্তি চাই

মুক্তি চাই

মুক্তি চাই

তোমার সৃষ্টি জাহান্নামের জলন্ত আগুন থেকে

মুক্তি চাই।

মিথ্যা অপবাদ আমাদের নেতাদের সকলের মুক্তি চাই

কাদের মোল্লার মুক্তি চাই।

বিষয়: বিবিধ

১২৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File