একজন ফরহাদ মাজহার
লিখেছেন লিখেছেন মান্নান আব্দুল ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৬:১৬:১৪ সকাল
ইনি ফরহাদ মাজহার.একজন সাদাসিধে মানুষ.তিনি একাধারে চিন্তক,কবি,দার্শনিক, সমাজ বিশ্লেষক,রাষ্ট্র বিশ্লেষক এবং প্রাবন্ধিক. তার অপরাধ সে সরাসরি কথা বলে. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে লেখনির মাধ্যমে.এই মুহুর্তে তিনি বাংলাদেশের কিছু হলুদ মিডিয়া এবং সরকারের কিছু এজেন্সির নেক নজরে পড়েছে. হয়তো অচিরেই আমারা তাকে আবিষ্কার করব মাহমুদুর রহমানের পরিনতি. এভাবেই যদি স্তব্ধ করা হয় বলিষ্ঠ প্রতিবাদী কন্ঠস্বর তাহলে অচিরেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে দেখব.ইতিমধ্যেই. দেখা যাচ্ছে ভারতীয় শকুনের আনাগোনা. বাংলাদেশের মানুষের মতামতের উপর কোন বিশেষ দেশের মতামত চাপিয়ে দেয়া যাবেনা. এ দেশের মানুষ যেমন সহ্য করেনাই পাকিস্তানিদের শাষন, ব্রিটিশের শাষন.
বিষয়: বিবিধ
১৫১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন