নিঃসঙ্গতা
লিখেছেন লিখেছেন মান্নান আব্দুল ০৬ ডিসেম্বর, ২০১৩, ০৭:২৩:০২ সকাল
নিজেকে বড্ড একাকী অনুভুত হচ্ছে.যখন সময়ের স্রোতে পুরো পৃথিবী ছুঠছে আর তখন আমি একাকিত্বের যন্ত্রণায় মুষড়ে যাচ্ছি. নিজেকে বড় অসহায় মনে হয়.আমি যেন ক্রমেই বিলীন হয়ে যাচ্ছি. আমি হারিয়ে ফেলেছি আমার উদ্যমতা আমার স্বপ্ন আমার ছুটেচলা.শামুক যেমন নিজেকে নিজের মধ্যে লুকায় ঠিক আমিও তেমনি নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছি.
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন