জম্ম দিবস ভার্সেস শোকদিবস

লিখেছেন লিখেছেন মান্নান আব্দুল ১৫ আগস্ট, ২০১৪, ০৮:৪৫:৩৬ রাত

জম্ম দিন না মৃত্যু অথবা শোকদিবস কোনটা পালন করব!!দ্বিধায় পরে গেলাম। শেখ মুজিব অনেকের পিতা তবে আমার না...কি দিয়েছে জাতিকে পলায়ন পর জীবনজাপন করে দেশে ফিরেই জাতিকে বাশ দিয়েছে। কামালের মত রেপিষ্ট ব্যাংক লুঠেরা জম্ম দিয়েছে। ইতালির ততকালীন সাংবাদিক ওরিয়ানা ফালাচির ইন্টারভিউ অব ওরিয়ানা ফালাচি বই থেকে শেখ মুজিবের চরিত্র সম্পর্কে আপনার ধারনা পরিবর্তন হতে বাধ্য। সে ছিল একনায়ক এবং অহংকারী। তার চার বছরের শাসন আমল ছিল ভয়ঙ্কর। তাঁর মৃত্যুতে আমি শোক পালন করব কেন? অপরদিকে খালেদা জিয়ার জম্ম একই তারিখে তার জম্ম দিন পালন করাতো জাতির জন্য বাধ্যতামূলক নয়। তিনি আপোসহীন নেত্রী। সৌরাচারের সাথে আপোষ করেননি কখনো। হ্যাঁ আপোস করেছেন ছেলের অন্যায়ের কাছে। ছেলের বিরুদ্ধে কোন অভিযোগইই তিনি আমলে নেননি। মাতৃমন মানতে পারেনি ছেলে অন্যায় করতে পারে? পরিনতিতে জাতিকে চরম মাশুল দিতে হচ্ছে। জানি না এই ভুলের জন্য আর কত মুল্য আমাদের দিতে হবে। তাই দ্বিধা ঝেড়ে সিদ্ধান্ত নিলাম আজকের দিনে আমি ইসলামী শিক্ষা দিবস পালন করব কারন নাস্তিক্যবাদী বামদের শিক্ষা নীতি প্রনয়নের বিরুদ্ধে 1965 সালের এই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শহীদ আব্দুল মালেক ইসলামী শিক্ষা নীতির জন্য যে যুগান্তকারী বক্তব্য দেন তার পরিনতিতে সেদিন তাকে শাহাদাত বরন করতে হয়েছে বামদের হাত। আব্দুল মালেকের কোন রাজনৈতিক উচ্ছাখাংকা ছিলনা। সে ছিল নিতান্তই দারিদ্র্য পীড়িত পরিবারের। তার উদ্যেশ্য ছিল এদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম। আমার ব্যাক্তিগত বিবেচনায় দুদলের রেষারেষি বাদ দিয়ে ইসলামী শিক্ষা দিবস পালন করা শ্রেয়। তাতে দুনিয়ার কেউ অসন্তুষ্ট হলেও আল্লাহর কাছ থেকে জাযাহ পাওয়া যাবে।

আব্দুল মান্নান

সিংগাপুর

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254671
১৫ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৮
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ভালো লাগল।
254698
১৫ আগস্ট ২০১৪ রাত ১০:২১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পিলাচ Hot
254729
১৫ আগস্ট ২০১৪ রাত ১১:৪২
স্বপন২ লিখেছেন : ওরিয়ানা ফালাচির ইন্টারভিউ অব ওরিয়ানা ফালাচ, আমি বইটা পড়ে কয়েক বছর আগে।
সহমত
258857
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪০
মান্নান আব্দুল লিখেছেন : সবাইকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File