প্রতারণা
লিখেছেন লিখেছেন মান্নান আব্দুল ২৭ আগস্ট, ২০১৪, ০৫:৩৫:৫৭ বিকাল
প্রতারক বেইমান বিশ্বাসঘাতকে ভরা পুরো দুনিয়া। সরল বিশ্বাসের মানুষগুলো বারবার প্রতারিত হচ্ছে। এটাই যেন দুনিয়ার নিয়ম হয়ে যাচ্ছে ...আপনি ভাল মানুষ তো আপনি ঠকবেন। আপনি বন্ধুকে সরল বিশ্বাস করেন এই বন্ধুই আপনার পিছনে ছুড়ি বসিয়ে দিবে। সবার প্রতি নিবেদন কাউকে বিশ্বাস করার পুর্বে শতবার ভাবুন ...আস্থার জায়গা খুবই সংকীর্ণ। বাস্তব বড়ই নির্মম। আপনি ভাবতেই পারবেননা যে কত নড়বড়ে এই বিশ্বাসের জায়গাগুলো। মানুষের সুকুমার বৃত্তি গুলো মরে যাচ্ছে ..হিংস্রতা আর প্রতারণার নিত্য নতুন কালাকানুন শিখছে এবং তা প্রয়োগ করছে একান্ত আপনজনের উপর। প্রতারক এবং বেইমানদের জন্য দুনিয়াটা স্বর্গ হয়ে আর ভালো মানুষগুলো অসহায় জীবন যাপন করছে। সত্য বললেই আপনি অপরাধী আর যারা মিথ্যার বেসাতি করে বেড়ায় দুনিয়ার সমস্ত সুখ সহজলভ্য তাদের জন্য। সময় থাকতে সাধুসাবধান। একবারের জায়গায় শতবার ভাব...কাউকে অন্ধ বিশ্বাস না করে বাস্তব বাদী হও।
বিষয়: বিবিধ
১০৮৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
https://www.facebook.com/photo.php?fbid=1482061482033236&set=a.1390005834572135.1073741828.100006881942551&type=1&theater;
মন্তব্য করতে লগইন করুন