বাঁশির অব্যক্ত ভাষা
লিখেছেন লিখেছেন নতুন মস ১৭ অক্টোবর, ২০১৩, ১১:২১:২৩ রাত
ঐ দুরে
অজানা ভাঙ্গা বিল্ডিং এর
ঠিক উপরে...
অদেখা এক শ্রমিকের
সুরেলা সুরে
বাজান বাঁশি
আপন মনে
গভীর মগ্নতা ঘিরে
মধুর আবেগ জড়িয়ে
জন্ম নেয় সুর হৃদয় থেকে কন্ঠে
ছড়িয়ে যায়
দুর দুরন্তের
হৃদয়কে জাগাতে
বারান্দায় ঠাই দাড়িয়ে
শ্রবণ করি সুর ছন্দ
প্রকৃতি মায়ায় যেন গড়া
সৃষ্টির অপরূপ
কোন রহস্য।
বাঁশির মাঝে
অব্যক্ত ভাষায় প্রকাশিত
আবেগের নুপুর।
নতুন মস
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন