পদাতিক বাহিনী গোলন্দাজ বাহিনীতে পরিণত হবে!!!

লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ১৮ অক্টোবর, ২০১৩, ১২:০২:৫৩ রাত



বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বাসায় দ্বিতীয় দফায় তল্লাশি চালিয়েছে পুলিশ। আজ সকালে তার গোপীবাগের বাসায় তল্লাশি চালিয়ে বাসার লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর আগে সোমবার রাতে খোকার গুলশানের বাসায় যায় পুলিশ। এদিকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ২৫শে অক্টোবর ঢাকার সমাবেশ বানচাল করতেই সরকার দমনপীড়ন শুরু করেছে। তবে এ দিন ঢাকায় সমাবেশ হবেই। এই সমাবেশে অংশ নেয়ার জন্য সারা দেশে দলের নেতাকর্মীরা পদাতিক বাহিনীর মতো আগ্রহী হয়ে আছে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জায়গার জন্য অনুমতি চেয়ে চিঠি দিয়েছি, এখনও জায়গা ঠিক হয়নি। তবে আগামী ২৫শে জানুয়ারির জনসভা হবেই। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, সেদিন নিরস্ত্র পদাতিক বাহিনীর জনগণকে যদি সরকার বাধা দেয়, তাহলে তারা গোলন্দাজ বাহিনীতে পরিণত হবে এবং এর সমুচিত জবাব দেবে। তিনি বলেন, নির্দলীয় সরকারের দাবিকে সরকার তার অনুগত আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য দিয়ে দাবিয়ে রাখতে চায়। আমরা তাদের বলে দিতে চাই, কোন ষড়যন্ত্র কাজ হবে না। গণঅভ্যুত্থানে জনগণ এই দাবি প্রতিষ্ঠা করবেই। সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়: রাজনীতি

১০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File