"ঠোসাময় ফানুস"

লিখেছেন লিখেছেন নতুন মস ১৫ অক্টোবর, ২০১৩, ১০:১০:১৫ সকাল

সময় এখন অনেকটা

পথ হেটে..

থেমে যাবার|

পিছনের সব হিসাবকে আরেকবার যাচায় করার|

ঠিক কোন মুহুর্ত্বের জীবনের ছোট্ট কোন মূল্যবান অনুভূতিকে ঘিরে শূন্যতা জন্ম হল...

সেই ভুলগুলোকে খতিয়ে দেখার|

অজস্র প্রাপ্তির খাতাকে এখন বন্ধ রাখতে হবে চিরতরে,

মোটেও আত্ন তৃপ্তির সুযোগ নেই এ দ্বারে|

অজস্র হারানোর বেদনাকে এখন ভুলে যেতে হবে নিমিশে|

ভুলে যেতে হবে আত্ন-অহমিকাময় পূর্ণ হৃদয়কে|

ভুলে যেতে হবে বিষণ্নতায় ঘেরা তিক্ত মুহুর্ত্বগুলোকে|

প্রাপ্তির তীব্র নেশায়

মগ্ন হয়ে ঘোর সুখের ছন্দে আর কত দোল খাওয়া|

অনেক হয়েছে,

দুনিয়ায় ভাল মানুষিপণা কেউ দেখবে না,

অজস্র বেড়াজালে

নিজের বিবেক যখন ঘূণে ধরবে

ঠুস করে ভেঙ্গে যাবে

কাতর কন্ঠে

সময় কাঁদবে

তখন দেখ|

এভাবেই জন্ম হচ্ছে অজস্র আত্নার নিষ্পাপ

প্রতিটি দিন...

অদ্ভুত সত্য..

পৃথিবীর বুকে

রক্ত মাংসে আবরণে

ঢাকা

ঠোসাময় ফানুস

আমি...|

ঈদ মুবারক

বিষয়: বিবিধ

৯৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File