আসমানের চান, যাদু-সোনা সাবধান
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৫ অক্টোবর, ২০১৩, ১০:২২:১৬ সকাল
ওয়েলকাম এক্সিটের রাস্তাটা যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন বন্ধুরাস্ট্র এগিয়ে আসে। 'ব'-এর সরাসরি হস্তক্ষেপে গত নির্বাচনে মইন উ আহমেদই নৌকাকে জিতিয়ে দিয়েছে; এজন্য সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করা হয়েছে, পোলিং এজেন্টদেরকে কিনে নেয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ন হলো গণমাধ্যম এ ঘটনায় সরাসরি জড়িত ছিল। দৈনিক দিনকাল ও সংগ্রাম ছাড়া সব গণমাধ্যমই 'জ্বী-হুকুমে' জড়িত ছিলো। নির্বাচন শেষে কাভারেজে থাকা সংশ্লিষ্ট সাংবাদিকদের হঠাৎ তেলতেলে অবস্থাটা নিশ্চয় অনেকে খেয়াল করে থাকবেন। তাদের গাড়ি, প্লট ও ফ্ল্যাটের ব্যাপারটি দেখার মতো ব্যাপার, কেউ কেউ আবার পেয়ে যায় নতুন চ্যানেল খোলার প্রতিশ্রুতি। তারপর তো শুধু খাওয়া আর খাওয়া! 'পেট যার যার খাওয়াখাওয়ি সবার'- এমন ভোজন-উৎসব এই দেশ আর দেখেনি!
অতএব আসমানের চান, যাদু-সোনা সাবধান!
বিষয়: বিবিধ
১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন