'এ শহর সাহসী কাফেলাদের শহর' (ঈদ মুবারক)
লিখেছেন লিখেছেন নতুন মস ১৩ অক্টোবর, ২০১৩, ০৮:৫২:৪৯ রাত
সীমাহীন আকাশ
এক প্রান্তে চাঁদ...
অজস্র তারাদের মাঝে
দাড়িয়ে,
আলোকিত কর আসমানী ভুবন...
অজস্র মানুষের সমুদ্রে,
খুঁজে ফিরি
এক কাফেলা সাহসী বিদ্রোহীদের দল...
যাদের আলোয় আলোকিত হবে ভুবন,
প্রশান্তি নেমে আসবে
জমিনের বুকে...
একাকি আকাশে
রাত জাগা জোসনা বিলাসীরা
খুঁজে ফিরি তাই
প্রশান্তি মাখা
সেই কাফেলাদের শহর।
নতুন মস
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন