"রাখে যদি আল্লাহ,মারে কোন শক্তি
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ১৩ অক্টোবর, ২০১৩, ০৮:৪৮:০৬ রাত
লোকটি মগবাজার রেল লাইন দিয়ে হেটে যাচ্ছিল.পিছন থেকে মেয়ে ছেলে সকলে চিৎকার চেঁচামেচি করছে.সেদিকে লোকটির বিন্দুমাত্র ভূক্ষেপ নেই.কোন এক অজানা চিন্তায় আচ্ছন্ন তার সকল সত্তা.এমন গভীরে বিচরণ করছিল যে পিছন থেকে ট্রেনের হুইসেল তার কানে প্রবেশ করছেনা.যতই ট্রেন নিকটবর্তী হচ্ছিল নারী পুরুষ ততই চিৎকার কঁন্নাকাটি করছিল.মাত্র কয়েক মুহূর্তে লোকটি কি যেন ভেবে পাটিসন থেকে নিজেকে সরিয়ে নিল.এক মৃত্যুযান তাকে বায়ুর প্রবাহে ভাসিয়ে চলে গেল.কাঁদিছিল সকলে.
লোকটি অন্য কেউ নয়,আমার বড় ভাই!
বলুনতো ভাই,অশ্রুকে বেঁধে রাখা সম্ভব?সম্ভব মহান রহমান হেফাজতকারীর কৃতজ্ঞতা স্বীকার করা আমাদের মত নগন্যদের?
হে আল্লাহ! এত্ত দয়ালু তুমি,এত্ত মেহেরবান!তারপরেও তোমাকে ভুলে আছি,তোমার অমান্য করছি!
ক্ষমা কর মেহেরবান,হেদায়াত দাও...
বিষয়: সাহিত্য
১২২৯ বার পঠিত, ০ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন