'আলোক ঝর্ণাধারা'

লিখেছেন লিখেছেন নতুন মস ১১ অক্টোবর, ২০১৩, ০৫:৩১:৪৫ সকাল

আকাশের তারারা

জ্বলছে মিট মিট

রাত ভোর

শেষ সুর...

নিভে যাবে এখনই।

ঐ দেখ...

সুবহে সাদিকের আলোক ছোঁয়া

লেগেছে

জ্বলে জল জল

আকাশের তারারা

সিজদায় নত থাকে

রোজ ওরা।

দরবারে ইলাহীতে নতশিরে প্রার্থনা

রোজ করে...

সাদা মেঘ,

রাত জ্বাগা পাখিরা,

হারিয়ে যাওয়া আকাশের ঝলমল নক্ষত্ররা,

গাছেদের পাতারা,

ঈমানের ছোঁয়াতে জেগে ওঠা মুমিন মুমিনারা।

ছন্দে ছন্দে নিদারুণ প্রকৃতির

মায়া মায়া সুরে,

দোল খায়...

কম্পনরত হৃদয়গুলো

আপন মনে

প্রভুর স্বরণে....

রূহরা ছুঁতে চায় পবিত্র আলো,

ভোরের শিশিরের মত

ঝরে পড়ে

টুপ টাপ

ফোঁটা ফোঁটা আলোক ঝর্ণাধারা চারিদিকে...

ছুঁতে চায়..

ছুঁয়ে ফেলে

হৃদয়ের এক ঝাঁক কাল কালিমা।

কাল রাত শেষে

ফিরে পাই

রোজ তাই

শুভ্র আলোয় আলোকিত

সকাল বেলা।

বিষয়: বিবিধ

১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File