মে. জে. সৈয়দ ইবরাহিম বীর প্রতীক প্রশ্ন করল 'তুমি রাজাকারের দল কর কেন বাবা?'

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১১ অক্টোবর, ২০১৩, ০৬:৩০:০১ সকাল



২০০৭ সালে পত্রিকায় বিজ্ঞাপন দেখে মৌচাকে ফরচুন শপিং মলের উল্টোপাশে 'দি গ্লোবাল ইঞ্জিনিয়ার্স...' এ ইন্টারভিউ দিতে গেলাম। সবার শেষে আমার ডাক পড়ল। গিয়ে দেখি মে. জে. সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। সব প্রশ্ন ইংলিশ এ করল আমিও যথাযথ উত্তর দিলাম, ইংরেজী অনুবাদ করতে দিল, করলাম। অত্যন্ত খুশি হলেন। কিন্তু বেতন বেশী দাবী করাতে বললেন, 'বাবা আমি এত টাকা দিতে পারব না এবার তোমার সাথে একটু অন্য কথা বলি। বলেন স্যার,

সৈয়দ ইবরাহিমম- 'তুমি শিবির কর?'

আমি- শিবির করতাম এখন জামায়াত করি।

সৈয়দ ইবরাহিম- 'তুমি রাজাকারের দল কর কেন বাবা?'

আমি- একটু সময় নিয়ে বললাম, স্যার আপনি একাত্তরে পাকিস্থান আর্মির ক্যাপটেন ছিলেন?

সৈয়দ ইবরাহিম- হাঁ।

আমি- আপনি পার্বত্য চট্রগ্রামে শান্তি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন?

সৈয়দ ইবরাহিম- হাঁ।

আমি- কোন বাংলাদেশী যদি শান্তি বাহিনীর পক্ষ নিয়ে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে লড়াই করে তা ''দেশদ্রোহিতা'?

সৈয়দ ইবরাহিম- হাঁ।

আমি- স্যার তাহলে পাকিস্থান আর্মির একজন সদস্য হয়ে আপনি পাকিস্থান আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরে দেশদ্রোহীতা করেছেন।

সৈয়দ ইবরাহিম- রেগে গেলেন। তোমরা এখনও মনমানসিকতায় রাজাকার আছে। এখনও স্বভাব পরিবর্তন হয়নাই।

আমি- স্যার সেই সময়ও আমরা দেশপ্রেমিক ছিলাম, সেজন্য দেশের অখন্ডতা চেয়েছি, এখনও আমরা দেশ প্রেমিক এবং দেশের অখন্ডতা, স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। বাংলাদেশ স্বাধীন না হলেতো 'দেশদ্রোহী' হিসাবে ফাঁসিতে ঝুলতেন।

সৈয়দ ইবরাহিম- তোমরা দেশের স্বাধীনতার বিরোধীতা করেছ।

আমি- দেশের নাগরিক হিসাবে স্বাধীনতার পক্ষে ছিলাম, ভারতের সহায়তায় দেশের অখন্ডতা চাই নাই। এখনও পার্বত্য চট্রগ্রাম ভাগ করতে চাইলে আমরাই প্রথম প্রতিরোধ গড়ে তুলব। সেসময় যারা ভারতের দালালী করেছে এখনও তাঁরা দালালী করে।

সৈয়দ ইবরাহিম সাহেব আমীরৈ জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের সততা এবং যোগ্যতার প্রশংসা করলেন তবে তারেকদের দুর্নীতির বিরুদ্ধে জামায়াত নেতারা ভুমিকা না নেওয়া বা প্রতিবাদ না করার সমালোচনা করেন। আরও অনেক কথার পর মাগরিবের নামাজ পড়ে সালাম বিনিময় করে বিদায় নিলাম।

বিষয়: বিবিধ

১৭৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File