সহানুভূতি
লিখেছেন লিখেছেন নতুন মস ০৭ অক্টোবর, ২০১৩, ০২:২১:৩৫ রাত
হু আজ,
একটা অপ্রস্তুত কাজ ঘটে গেল জীবনে।
অপ্রস্তুত বলছি কারণ এমন কাজ তেমন একটা কখন করিনি ব্যক্তি লোক লজ্জার কারনে বলি আর অবঞ্জা কারণেই বলি।
বাসে খুব মনোযোগ দিয়ে একটা লেখা পড়ছিলাম যদিও আগেও পড়েছিলাম আজ একটু অন্য রকম লাগল।সেখান থেকে কিছু লাইন আমার অন্তর গেথে গিয়েছে অজান্তে।ঐ লেখা থেকে কিছু লাইন.....
["অনেক সময় শুধু আপনার উপস্থিতি কতবড় কিছু করে ফেলতে পারে আপনি টেরও পাবেন না।
হয়ত শুধু আপনার আন্তরিক 'কেমন আছ' কারো অনেক অস্থিরতা দূর করে দিতে পারে।ছোট্ট একটা হাসি হয়ত কার মনের অনেক মেঘের ইতি টানতে পারে।এজন্য নিজেকে গুটিয়ে না রেখে মানুষের কাছে মেলে ধরাটা খুব ইম্পরট্যান্ট।রাসূলুল্লাহ (সা)নাকি প্রতিদিন কমপক্ষে দুইবার আবু বকর (রা) এর বাসায় দেখা করতে যেতেন।একজন মুসলমান যে কত শতভাবে দাওয়াহ দিতে পারে,এত রকমের সম্ভবনার কথা ত আমরা চিন্তা ও করিনা।একদিন এক জুম্মার খুত্বায় একটি কথা বারবার বলছিল,
'মুবারাকা আইনামা কুনত'
Be a blessing wherever you go.
তারপর উনি বেশ কিছু উদাহরণ দিলেন কীভাবে'মুবারাকা আইনামা কুনত'
হওয়া যায়।
১.ক্যাম্পাসে প্লাস্টিক ক্যান,ট্রাশ দেখলে ডাস্টবিনে ফেলে দাও
২.কাউকে ভারি কিছু নিতে হাঁটতে দেখতে সাহায্য অফার কর
৩.কোন প্রোগ্রামে ভলন্টিয়ার হও
৪.প্রতিবেশীর সাথে ভাল সম্পর্ক গড়ে তোল
"।
লিখেছেনঃ'মুবারাকা আইনামা কুনত'
নুসরাত রহমান]
যাইহোক বাস থেকে নেমে হাটি হাটি পা পা করে বাসায় আসছি।
হঠাত্ আমার সামনে বাবার কোলের পিচ্চি বাবুটার ছোট্ট পা থেকে একটা সেন্ডেল পড়ে গেল আমি ছিলাম ঠিক পিছনে হঠাত্ এত দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে কিছু না ভেবেই আমি রাস্তার মাঝে বসে সেন্ডেলটি তুলে নিলাম ।তারপর আমার হাতটি এগিয়ে সেন্ডেলটি বাচ্চাটির বাবার হাতে দিলাম।লোকটি অনবরত থ্যংকু থ্যংকু দিচ্ছিলেন কেন যেন প্রচন্ড লজ্জা লাগছিল থ্যংকু শুনে অপ্রস্তুত আমি কিছু না বলেই দ্রুত বাসার পথে হেটে গেলাম।কিছু ব্যক্তি ঘুরে তাকাচ্ছিল মনে হয় মঙ্গল গ্রহ ফেরত আমি রাস্তায় নেমেছি।যাইহোক এখন মনে হচ্ছে একটু বেয়াদবীই বা দাম্ভিকতা প্রকাশ পেয়েছে একটু ওয়েলকাম বললেই ভাল হত যদিও তা আরও কঠিন কাজ।পৃথিবীটা একটা আজব জায়গা যেখানে আজব চরিত্রের হাজার মানুষ একই ঘাটে জল খাচ্ছে যার ফলেই দন্দ বিবাদ কষ্ট মান অভিমান ঘটেই থাকে।কিন্তু
সবাই একটু সহানুভূতি চায় এটা ব্যক্তি নিজেই বুঝে না বলেই অন্যকেও দিতে আগ্রহী না।একটু হাত বাড়িয়ে সন্মান কাউকে দিলেই অন্যের সন্মান মানুষ অতি সহজে পেতে পারে।কেউ সহানুভূতির হাত বাড়াতে আগ্রহী নয় সবাই খালি সহানুভূতি পেতেই আগ্রহী।পৃথিবীর কেউই আমরা এই সুত্রের অতিক্রম করতে পারছি না।এ কারণে একটু একটু করে মানবিক গুন সম্পূর্ণ মানব জাতি হারিয়ে যাচ্ছে।তৈরী হচ্ছে কিছু তোতাপাখি।যা শেখানো হচ্ছে তাই শিখছি।
তবু পৃথিবীতে পরিবর্তন আসবে একদিন ইনশা আল্লাহ।
{নতুন মস
খুব চেষ্টা চালাচ্ছি ব্লগে লেখালেখি আপাতত চিরতরে বিদায় জানাবো।
শুধু পড়ব।কারণ লেখার মান যথেষ্ট খারাপ।আরেকটু শিখি| কি বলেন?}
বিষয়: বিবিধ
১০৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন