ঈদ আনন্দ শেয়ার করি,ব্লগে ছড়িয়ে দিই ঈদের সুবাস!
লিখেছেন লিখেছেন কথার কথা ০৭ অক্টোবর, ২০১৩, ০১:৫৯:০৪ রাত
ঈদ মানে খুশি,আনন্দের বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা।এ ঈদে অবলা প্রাণী কুরবানী দেয়ার মাধ্যমে আমরা আমাদের কু-প্রবৃত্তিকে কুরবানী করবো।ভালোবাসা ছড়িয়ে দেব সবার মাঝে।সৎ চিন্তাকে প্রসারিত করবো।ভালোবাসা আর দেশ প্রেমের অনন্য নজির স্থাপন করবো।ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে দেশের প্রেমে নিজেদের বিলিয়ে দেব।
ঈদুল আজহা নিয়ে আমাদের রয়েছে মজার মজার অভিজ্ঞতা।মজার মজার কাহিনী।আসুন না আমাদের সে সব মজাদার ঘটনা এ প্ল্যাটফর্মে সবাই শেয়ার করি।আমাদের খুশি আর চমৎকার সে সব অভিজ্ঞতা সবার মাঝে ছড়িয়ে দিই।অন্তত এ কয়টা দিন সব ভুলে থেকে একটু আনন্দ করি।
বিষয়: বিবিধ
৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন