সেই সুরেলা বানী

লিখেছেন লিখেছেন নতুন মস ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৩৪:৫৫ দুপুর

সূর্য এখন মাথার উপর ঠিক..

ক্লান্তির ঢাকা শহর জুড়ে ব্যস্ততার হীরিক...

বিল্ডিং এর পাহাড়ভেদে নানান শব্দের ছন্দে

ঢাকা এ শহর...

যানজটের হর্ণে,

হরেক মানুষ এর নানান কথার টানে,

এ যেন এক জীবন্ত নগর।

সব কিছু ছাড়িতে, ব্যস্ততাকে হারিয়ে,

ঐ একই কথায়

নানান সুরেলা কন্ঠ থেকে ভেসে আসে....

রোজ

ঘড়ির কাটা দেখে

সূদুর থেকে

কে যেন ডাকে?

সহস্র শব্দের ভীর ঠেলে ভেসে আসে...

যুগ যুগ ধরে

সমগ্র পৃথিবীর জুড়ে

একই সেই সুরেলা বানী

সুমধুর আযানের ধ্বনি।

(নতুন মস)

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File