মাকামে ইব্রাহীম হৃদয়ের মাঝে
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৫৬:২৯ দুপুর
অন্ধকার ঘরে কে যেন এসে
দিপালী জ্বেলে গেলো
আলোকিত করে বলেগেলো পুরুষ,
বিধাতার পথে চলো।
আমি নাকি শুদ্ধজ্ঞান পুরুষ
তাড়োনা দিয়েছেন উনি,
শ্রীকৃষ্ণ মুসা ঈশা
মুহাম্মাদরে নাকি চিনি।
দিব্য জ্ঞানে কানপেতে প্রাণে
শুনলাম তাদের কথা,
কিতাবে মামুদ যা বলেছে
সে ভাবেই দিলো দেখা।
আমি দেখেছি দেখাতে পারি
যদি দেখিতে চাও,
হৃদয়েতে আগে কানপেতে শোন
কোন শব্দকি পাও?
মন্দির মসজিদ গির্জা ঘুরে
যে কথা আজ শুনি,
মাবুদ আমায় কাছে নিয়ে বলে
এপথে যেননা চলি।
কোথায় মন্দির কোথায় মসজিদ
কোথায় ধর্মের তাজ
মাকামে ইব্রাহীম হৃদয়ের মাঝে
কাবা হয়েছে আজ।
পৃথিবীর সব বিষায় বস্তু
লোক দেখানো বটে,
মানব দেহে সব কিছু আছে
এখানেই সব কিছু ঘটে।
আমি আত্মার সাথে আত্মা মিশিয়ে
গিয়েছি স্তর ভেদে,
শ্রষ্টার প্রেমে পূজো দিয়ে আমি
ভালোবাসা পেয়েছি সেধে।
সব জান্তে শিক্ষা নিতে
যতই ডিগ্রী নাও,
আত্মতত্ত্ব জানতে হলে
নিজের-নিজেই খুজো পরিচয়!
#
বিষয়: সাহিত্য
১১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন