বন্ধুর গান
লিখেছেন লিখেছেন বাকঝাল ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:০৯:৪২ দুপুর
(বাংলাদেশ সেনাবাহিনীকে ১০০ কম্পিউটার দিল ভারত)
--------------------------------------------------------------
বন্ধু আমার জানের জান
দুই বন্ধুর এক প্রাণ
সদর দরজা খোলা আছে
বন্ধু যখন আসতে চাই
রাত আর দিন ভেদাভেদ নাই
আমি তাই বন্ধুর গান গাই।
বন্ধু আমার সোফায় বইস্যা
গল্প করে হাইস্যা হাইস্যা
বউ আমার সেজেগুজে চা দিয়ে যায়
চুমুক দিয়ে বন্ধু বলে, বাহ তুলনা নাই
ফাইট্টা যায় গর্বে আমার বুকটা ফাইট্টা যায়
আমি তাই বন্ধুর গান গাই।।
বন্ধু, আমার বউ ভক্ত, তার ভীষণ অনুরক্ত
সেদিন ডেকে বলল আমায়, শোন দোস্ত
তোর বউরে একটা শাড়ী গিফ্ট দিতাম চাই
ফাইট্টা যায়, গর্বে আমার বুকটা ফাইট্টা যায়
আমিতো আর বুঝিনাই, প্রাণের বন্ধু কি বুঝাতে চাই!
আমি তবু বন্ধুর গান গাই।।
বিষয়: বিবিধ
১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন