“উনমুক্ত কর চিন্তার দূয়ার“
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ০৯ আগস্ট, ২০১৪, ০৬:১১:৩৮ সন্ধ্যা
তোমার চিন্তার দূয়ার উনমুক্ত কর
তোমার কি হারিয়েছে বসে কাঁদো,
তুমি আমায় কিবা দিবে
কি আছে তোমার সাধো?
তুমি কি নিয়ে বড়াই কর
বসে থাকো ঘরে,
যা কিছু তোমার সব অন্যের
নিয়ে যাবে সব পরে;
জায়গা-জমি ধ্বন দৌলত যতই মায়া কর
আজ যা তোমার কাল অন্যের
তায় সত্যের কোলে মরো;
যা পেয়েছিলে এখানেই আছে
তুমি এনেছিলে কি
মায়ের কোলে শূণ্য এলে
যাবার সময় এক‘ই।
#
বিষয়: সাহিত্য
১৫১৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন