এক যে ছিল অনুভূতিরা... [ডাঃ আলী জাহান ইংল্যান্ডের কর্মরত সাইকিয়াট্রিস্ট স্যারের লেখা পড়তে পড়তে কিছু লিখতে ইচ্ছে করছিল...]
লিখেছেন লিখেছেন নতুন মস ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৩২:১৭ রাত
গভীর রাত...
উদাস নয়নে
ঝরা মেঘের দিকে তাকিয়ে থাকা হয় না
বহুকাল।
ঝর ঝর করে
রহমতের বর্ষণ ঝরে
পড়ে যখন,
ঠিক তখন
মৃদু মৃদু বৃষ্টিতে
জড় দালানগুলো নিরবে ভিজতে থাকে।
কত শত বছরের পুরোণ বৃষ্টি...
পুরোণ সে সুর।
মনে জেগে ওঠে স্মৃতি
টিনের চালে বারি মারা বৃষ্টির ফোটা ফোটা
ঝরার সুমধুর ধ্বনি।
টেবিলে বসে...
জানালা খুলে দেখা,
বৃষ্টিকে...
হয়ত শিল পড়ছে
দুরে..
কুড়ে কুড়ে রেখে দেওয়া
টুক করে মুখে
দু একটা ডুকানোর
স্বপ্নরা ভেসে আসে,
ঝির ঝির ঝরে পড়ে
টেবিলের কোণে....
দেখা যায়,
ভেজা রাস্তা,
ঝুম ভেজা গাছ, পাতা
একে একে সব পাখি শুকনো নীড়ের
খোঁজে...
কিচির মিচির গান গাইছে
থেমে থেমে।
কখনবা চারিদিক শুমশাম,
হারিকেনটি জ্বালছে
মিট মিট করে...
ঐ আলোতে
বই নিয়ে বসে থাকা,
পড়ি বা না পড়ি
ভাবনার জগতে
হেটে চলি,
আহা..
স্মৃতিরা আনন্দে আত্নহারা।
[নতুন মস
এক যে ছিল অনুভূতিরা]
@@@ডাঃ আলী জাহান
ইংল্যান্ডের কর্মরত
সাইকিয়াট্রিস্ট
স্যারের লেখা পড়তে পড়তে কিছু লিখতে ইচ্ছে করছে...
তার প্রোফাইলে যে লেখাটি দিয়ে শুরু হয়েছে তা হচ্ছে,
@[মানুষ আসলে কত বড়?
মানুষ হচ্ছে তার ইচ্ছের সমান বড়।
তাই ইচ্ছেটাকে বাঁচিয়ে রাখুন এবং
সুন্দর এক ভবিষ্যতের স্বপ্ন দেখুন।
এ স্বপ্নই আপনাকে নিয়ে যাবে সুন্দর এক পৃথিবীতে।]
"মনোজগত শীর্ষবিন্দু ছোঁয়ার প্রতিযোগেতা" শীর্ষক প্রতিবেদনে
কিছু মন্তব্য মন ছুঁয়ে গেছে....
1@আগামী পৃথিবীকে নতুন করে সাজানোর জন্য নিজেকে নিয়ে ভাবার সময় কিন্তু এখনই।
2@মানুষ শরীরের দাবী পূরণ করতে হন্যে হয়ে ঘুরছে।মন নিয়ে চিন্তা করার সময় নেই।খুব কম মানুষ বুঝার চেষ্টা করে যে,মন যখন বিকালাঙ্গ হয়ে যায় তার প্রভাব তখন ঠিক ঠিক শরীরের উপর আঘাত হানে।কিন্তু তা বুঝার লোক খুব বেশি নেই।
3@আমরা দৌড়াচ্ছি অনেক কারণই।পূর্ণতার জন্য দৌড় এ চলা হয়ত প্রধান লক্ষ্য এর একটি কারণ।
আমাদের কোথাও থামা উচিত।
একটু ভাবা দরকার কোথায় যেতে চাই এবং কোথায় যাবার ক্ষমতা আছে আমার?
4@জীবনে একটু পিছনের দিকে ফিরে তাকাই।জীবনের যে অংশটুকু নিয়ে আরেকটু ভালভাবে গড়া যেতো, সেটুকু অন্তত পরবর্তী জেনারেশনের জন্য ভালো ভাবে গড়ে তুলি।
5@ শরীরের দিকে না পারলেও আমরা সবাই কিন্তু মনের দিক দিয়ে সবুজ থাকতে পারি সবসময়।
পরিশেষে বলব তার লেখা আর্টিকেল হৃদয় ছুঁয়ে গেছে।
[এক যে ছিল অনুভূতিরা ..কবিতাটি স্যারের জন্য]
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন