বন্ধুদের প্রতি উপদেশ
লিখেছেন লিখেছেন হাফিজ তাজ উদ্দীন ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:২৩:০২ রাত
কখনো কাউকে বেশি গুরুত্ব দিও
না।
তুমি যত বড় সম্মানিত লোক হও
না কেন..... ?
একদিন সে এমন ভাবে আঘাত করবে
তুমি কোন দিনও কল্পনা করতে পারবে না!!
নিজের যতটুকু ক্ষমতা, দক্ষতা ও অর্থ
আছে, তাই নিয়ে এগিয়ে যেতে হবে।
একটা কথা মনে রাখতে হবে, সবার
উপরে উঠতে হলে বেশি বেশি কষ্ট
করতে হবে।
পৃথিবী এমন না যে, তোমাকে বড়
বানাবে......... !!!
তোমার যত প্রতিভা থাকুক
না কেন.....? কেউ
তার মূল্য দেবে না..!!!! যখন সুযোগ
পাবে তখন তোমাকে- ছোট বা হেয় প্রতিপন্ন করতে থাকবে।
শত কষ্ট করে, কারো উপর নির্ভর
করো না।
আল্লাহ উপর আস্তা রাখো, একদিন
তোমাকে লক্ষ্য পৌছাবেন।।
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন