তবুও মানুষ.....

লিখেছেন লিখেছেন নতুন মস ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:৪৫:৫২ সকাল

ভোরেরা এসে যায় পাখিদের গানের সুরে,

সেই সুবহে সাদিকের তরে

আমাদের বলে যায়

নত হও সিজদাহ...

ডাক তুমি প্রভুকে

আপন মনে।

ভোরেরা এসে যায় মৃদু মোহ বাতাসে,

পৃথিবীর কত প্রাণ চলে যায় নিরবে...

হত্যা খুন আর আত্নহুতির কবলে।

রোজ তবুও ভোর হয়

পাখি ডাকে

সেই সুরে...

আকাশের মেঘেরা উড়ে যায় ছন্দ তালে।

এত এত নিয়ামত

সব সাজানো গোছানো

মানুষের কল্যাণে।

তবু যেন...

মানুষের নেই সুখ হৃদয়ে।

ভোরেরা এসে যায় মানুষকে জাগাতে,

রোজ পাখি গান গায়

ছুঁতে মোর হৃদয়কে...

মৃদু মৃদু বাতাস বহে

গাছেদের পাতা নড়ে, মানুষের প্রশান্তি হৃদমকে জাগাতে।

মিথ্যা ভুল শত

হানা দেয় জীবনে,

হাত দিয়ে লুফে নেয়

কেউ কেউ...

পাল তোলা নৌকা ভেবে,

শত ঝড় বৃষ্টিতে

ধ্বংসের লীলা খেলা

খেলে তারা দিন রাত,

মজা পায় ধ্বংস

করে ফেলতে নিজেকে।

এই ত এত আলো

তবুও মানুষ ঘুমে রয়,

ভান করে....

ভাল আছি

সুখ আর আনন্দে।

[নতুন মস

(ভার্সিটির বাসে দাড়িয়ে দাড়িয়ে কবিতা লিখছি

সাথে ফ্রি বৃষ্টি....

আসুন

ভাল ভাবে ভাল থাকি)]

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File