ছাত্রী কথ্ন .....007
লিখেছেন লিখেছেন মহাজাগতিক শয়তান ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:১০:৩৯ সকাল
ছাত্রী কহিল - ভাইয়া আপনাকে অমন উশকো খুশকো লাগছে কেন??আর হাফপ্যান্ট পড়ছেন ক্যান??
আমি কহিলাম - কাইল ফেবুতে সবার তালে তালে আমিও কইছি ইন্ডিয়ার জিনিস আর ইউজ করুম না।কিন্তু আমার চারখানি জিন্সের তিনটা ইন্ডিয়ান আর একটা চাইনীজ।চাইনীজটা ভেজা,তাই এই স্বল্পবসন।মুখে ফেয়ার এন্ড হ্যান্ডসাম,চুলে সেটওয়েট,এক্স ব্লাষ্ট কিছুই লাগাইনাই তাই এমন লাগতাছে।এমনকি মুবাইলটাও থুইয়া আইছি।এমনিতেই আশা,তার লগে এয়ারটেল সীম।রাইতের ব্যালা আশিকি ২ এর গান না শুনলে আবার ফিলিংস হয় না।কি যে করি??একটু পার্ট নিতে যায়া মাইনকার চিপায় পইড়া গেছি।
ছাত্রী অতঃপর কহিল - তাইলে এখন আর কি করার আছে!! জো ওয়াদা কিয়া বো,নিভানা পারেগা।।
আমি এবার কহিলাম - ইউরেকা!!ফেবুতে কেউতো আর আম্রে দেখতাছে না।যা খুশি করি,চাঁপার জোর থাকলেই সব ঠিক।ইন্ডিয়ার সবই ইউজ করুম বাট কাওরে কমু না।ওয়াদা করা হয় ওয়াদা ভাঙ্গার জন্যে...থুক্কু ওয়াদা করা হয় মাইনষেরে দেখানোর জন্যে।কি বুঝলা??
ছাত্রী আমার দিকে এমনভাবে তাকাইলো যেন খুব খারাপ কিছু কইরা ফালাইছি।
চৌধ্রী সাহেব ও আম্রে চিনে?আই রিপিট,,চিনে আম্রে আমি কত বড় দ্যাশ প্রেমিক।
(এটা কাল্পনিক,!!আমরা চাইলেও কিছু কিছু জিনিস বাদ দিতে পারি না, কারন তার অলটারনেটিভ নাই।বাকি গুলো এড়িয়ে চলাই ভালো)
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন