আমার পিচ্ছি বোনটা অনেক দুষ্ট কিন্তু তার চেয়ে বেশী মিষ্টি।

লিখেছেন লিখেছেন জল-জোছনা ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:১৫:০৬ সকাল

আমার প্রতিদিন সকালে প্রথম ডিউটি হলো আমার ছোট বোন তাম্মিকে (7.30) স্কুলে নিয়ে যাওয়া আর (10)টার সময় নিয়ে আসা!

গতকাল তার 2nd Term পরীক্ষার 2'টা রেসাল্ট পাইছিলো, আমি আসার সময় বললাম রেসাল্ট কেমন হইছে?

সে বলল একটায় গুল্লা পাইছি (হুবহু এই কথা বলেছে)

আমি চোখ বড় বড় করে বললাম কী??

সে মন খারাপ করে হাটা শুরু করল আর আমি তাকে রাস্তায় শাস্বন করা শুরু করলাম এবং কেন গুল্লা পেল সেটা জিজ্ঞাসা করলাম। সে কোন কথা না বলে হাটছে আমি বললাম কোন সাব্জেক্ট এ গুল্লা পাইছো?

সে বলল অংকে!

আমি আরো অবাক হলাম সে অংকে কেমনে গুল্লা পাইলো? অংকেতো ও ভাল ছাত্রি!

আমি বললাম পেপার কোথায়?

ব্যাগে!

পেপার বের করে দেখলাম অংকেতো 90 পাইছো গুল্লা কই?

সে বলল ও তাইলে বাংলায়!

ওমা সেতো বাংলায় 98 পাইছে(0,0) আমি বললাম বাংলায়তো পাশ করছো গুল্লা কই?

সে বলে গুল্লা পাইনি? আমিতো দেখলাম কোনটায় যেন গুল্লা পাইছি!

আমিতো পুরাই শক্স...... ও বাংলায় দুইটা মৌখিক ছড়ায় 20 এর মধ্যে 18 পাইছে তাই 98 নতুবা 100 পেত!

আর গনিতে 10 মার্কের একটি অংকে একটু উল্টা-পাল্টা করে ফেলায় সম্পূর্ণ কাটা গেছে তা না হলে ও গণিতেও 100 পেত।

আমার এই পিচ্ছি বোনটা ক্লাস নার্সারিতে পড়ে! অনেক দুষ্ট কিন্তু তার চেয়ে বেশী মিষ্টি।

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File