জিম্বাবুইয়ান ডলারের আত্মকাহিনী ;Winking ;Winking ;Winking part:1

লিখেছেন লিখেছেন মহাজাগতিক শয়তান ২৫ অক্টোবর, ২০১৩, ০৫:৪৬:৫৬ বিকাল

ক্রিকেটের বদৌলতে জিম্বাবুয়ে দেশটা এখন বাংলাদেশের সবার কাছেই মোটামুটি পরিচিত। আফ্রিকার একটা দেশ। তো আজ আমি সেই দেশের মুদ্রার কিছু মজার অভিজ্ঞতা শোনাব। অনেকেই হয়ত জানেন, অনেকেই হয়ত জানেন না। প্রথমেই বলে নেই, দেশটির মুদ্রার নাম ডলার। কিন্তু অচিন্ত্যনীয় মূল্যস্ফীতির কারণে এই মুদ্রাটির ইজ্জত কোন পর্যায়ে নেমে যেতে পারে সেই কাহিনীই আজকে আপনাদের বলব ছবির মাধ্যমে...

আচ্ছা, এই ছেলেটি এত খুশি কেন? মিলিওনিয়ার হয়ে গেছে তাই?? :D এই ছেলেটি লেনদেন করছে ২০০,০০০ $ এর নোট দিয়ে !!



কিন্তু মজার ব্যাপার হল এই ২০০,০০০ ডলারের নোটটির মান US $ 0.10 এর চেয়েও কম...:প

২২ শে ডিসেম্বর ২০০৭। ৫০০,০০০ ডলারের একটি নতুন নোট বাজারে ছাড়া হল...



মূল্যস্ফীতি বেড়েই চলল, এরপর বাজারে ছাড়া হল ৭৫০,০০০ ডলারের নোট...



জানুয়ারী ২০০৮। বাজারে এল নতুন নোট, ১০ মিলিয়ন ডলার !!

দেখুন, এত বড় টাকা পেয়ে লোকটি কত খুশী!!!

দেখুন, এই ছেলেটি এত্ত এত্ত ডলার পেয়ে কি খুশী !! তবে এটা কি আসল না ব্যাঙ্গাত্মক আনন্দ সেটা প্রশ্নের বিষয়...

ছবির এই বেচারা সুপার মার্কেটে যাচ্ছে কেনাকাটা করার জন্য। মুদ্রার বিনিয়ময় হার হল, ১ ইউএস ডলার = ২৫ মিলিয়ন জিম্বাবুইয়ান ডলার



অগত্যা ৫০ মিলিয়ন ডলারের নোট চালু করা হল...



শালার মূল্যস্ফীতি এমন বাড়াই বাড়ল যে এর পরে ১০০ বিলিয়ন ডলারের নোট বাহির হইল !!!

আচ্ছা এই ১০০ বিলিয়ন ডলার দিয়ে আপনি কি কিনতে পারেন?? উদাহরণ স্বরুপ, এই তিনটি ডিম কিনতে পারেন !! (৩ বিলিয়ন ডলারে ১ টি টি শার্ট এখনতো সস্তাই মনে হচ্ছে..





চলবে..........................

[ছবি ও তথ্যসূত্রঃ ইন্টারনেট........আপনাদের পছন্দের কোন Topic থাকলে বা কোন বিষয়ে জানতে আগ্রহী থাকলে মন্তব্যে লিখতে পারেন .....post দেওয়ার চেষ্টা করব ]

বিষয়: বিবিধ

২৬৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File