3G DreamDay Dreaming Day Dreaming Day Dreaming

লিখেছেন লিখেছেন মহাজাগতিক শয়তান ২২ অক্টোবর, ২০১৩, ০৩:৪৪:১৭ দুপুর



(সবাই লিখল তাই আমিও লিখলাম)

বঙ্গবন্ধু শুধু 3G সপ্নে দেখেন নাই... সাহারা খাতুন যে টেলিফোন মন্ত্রী হবেন সেটাও তিনি স্বপ্নে দেখেছিলেন। তাই তিনি আর কাউকে না বললেও সাহারা খাতুনকে উনার স্বপ্নের কথা চুপিচুপি বলে গিয়েছিলেন। সাহারা খাতুন বঙ্গবন্ধুর স্বপ্নের কথা জাতির সামনে প্রকাশ করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছেন। শুধু তাই নয় কে প্রথম 3G স্বপ্ন দেখেছেন এই প্রশ্নের একটি সহজ এবং যৌক্তিক সমাধান দিয়ে এই জাতিকে নিশ্চিত সংঘাতের হাত থেকে বাঁচিয়েছেন। দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাই বাঙ্গালী জাতিকে সংঘাত হতে ফিরিয়ে (3G সম্পর্কিত) শান্তির সুবাতাস পাইয়ে দেয়ার কারনে সাহারা খাতুন কে নোবেল শান্তি পুরষ্কার দেয়া হোক।

[১৯৭৯ সালে জাপানে প্রথম চালু হয় 1G]

কবে যে শুনবো ..............................



বিষয়: বিবিধ

২৩৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File