কাফনের সাদা কাপড় আমার দাফন..

লিখেছেন লিখেছেন নতুন মস ০৩ আগস্ট, ২০১৩, ০৪:০৬:১৭ রাত

যুগ যুগ ধরে

ঘুমিয়ে রয়েছে শহর...

নিরিবিলি শান্ত

তিমির ঘনকালো চারিধার,

নিশ্চুপ পথ...

জল জল তারারা নিভে গেছে সেই কবে....

নিথর

পড়ে থাকা মৃত দেহদের পরে থাকা....

হু হু করে

কাঁদছে অবুঝ আত্নারা।

পিরেকের আঘাতে

জর্জ্জরিত চেতনাবোধের কাঠের তাঁক

অনেক ফুটো ছিদ্র ছিদ্র ফুটো,

বড় ভয়াবহ

প্রতিটি মুহুর্ত্বের হিসাব হবে

বিচারের ময়দান

বড় কঠিন

মুসলমানের ভাগ্য।

জীবন্ত মনুষ্যত্বগুলো

বেঁচে কি আছে?

কবরে নিশ্চল দেহ

রয় পরে।

দিন দিন

পশুত্বের সংখ্যা বাড়ছে?

নিভু নিভু বিবেকের

ছল ছল মন,

কেন পৃথিবী আজ অচল

দুর্ভাগ্য

আর পৃথিবীতে

আসব না...

এই শেষ শুরুর জীবন।

রক্তে রঙ্গিন

হ্দয় নামক বাগিচার

মৃত্যু ঘটবে,

কিছুক্ষণ পর

দাফন...

জড়িয়ে শেষ বিদায়

সাদা কাপড়ে কাফনের ।

নতুন মস

পৃথিবীতে

গোধুলির আলো

ধীরে ধীরে

ফুটবে।তবে বড় অ ভা ব একদক্ষ নেতার বড় অ ভা ব ।

বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File