নয়া বন্ধুদের সাথে কিছু নয়া অভিজ্ঞতা
লিখেছেন লিখেছেন ট্রাস্টেড থিফ ০৩ আগস্ট, ২০১৩, ০৪:১০:৩৯ রাত
তিন বন্ধু দীর্ঘ দিন এক সাথে ছিলাম কিন্তু কোন বিশেষ কারণে আমাকে নতুন ঠিকানায় আসতে হল। এই বাসায় যাদের সাথে আছি তারাও খারাপ না আমাদের সাথে দুজন আলজেরিয়ানও থাকে। তাদের সাথে কিছু ফানি ঘটনা- খাবার শেষ-
মনের সুখে গান গাইতেছি- " তুই যদি আমার হইতিরে >>> '
রুমমেট বাথ রুম থেকে ফ্রেস হয়ে বের হচ্ছে আর বলতেছে ওলে ওলে কুত্তা সব পানিত পড়বোত।
তার কাছে দৌড়াইয়া আইসা - তাইতো কই ভাই আপনার গায়ে পানি আসলো কত্থেকে!
শুনে সবাই হাঁসতে হাঁসতে হিচকি তোলার অবস্থা।
প্রথম যে দিন নতুন বাসায় আসলাম-
সবাই মিলে খতে বসেছি।
আমার একটা বদ অভ্যাস খাবার শেষ দিকে যাওয়া। যাই হোক পর্যাপ্ত খাবার আছে নেবার মাইন্ড। আমি আমার পরিমাণ মত রাইচ কারি নিলাম। অল্প কিছু বাকি আছে সেটা নষ্ট হয়ে যাবে ভেবে হাউজ মেট সবাইকে একটু একটু করে দিয়ে শেষ করে দিচ্ছে। আমাকে একবার দিল। ওকে ভাই অনেক ধইন্যা। এখনো কিছু কারি বাকি আছে । ততক্ষণে বাকিদের খাবার প্রায় শেষ আমাকে আরো একটু দিল।
কইলাম- ভাই ভাই আই আম ফাইন।
আরেকটু পরে সে কড়ইটা কাত করে বাকি কারিটাও আমার প্লেটে ঢেলে দিল।
আমি কিছুটা মেজাজ হারাইয়া কইলাম- ভাই এত্ত আদর করলে কেমনে হইব???
সবাই মিট মিট করে হাসতেছে।
কিসেন ফ্রিজ থেকে একটা আলজেরিয়ান খাবার নিচ্ছে আস্তে আস্তে এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে
রুম মেটকে বলছিলাম দেখতো কুল্লু হারামিটা কি করছে
আলজেরিয়ান ভ্রু কুছকে - হোয়াত দিদ ইউ সেইদ
রুম মেটটা কিছু না বুঝেই - নো নো কুল্ল হারামি মিন্স ইটিং পলাও
আলজেরিয়ান টা লম্বা করে তিন আলিফ টানলো - হোয়াআআআত?
ওরে কইতেছিলাম হারামি মার কাছে মাসীর গপ্প করছিস
আলজেরিয়ানটা - এগেইন হারামি
কইলাম- খুল ম্যান, হারামি ইজ সামথিং টু ইট ইন বেক হোম
আলজেরিয়ানটা- ও মাই গড ইউ ইতিং হারামি?
বাকিরা চুপচাপ শুনছিল কিন্তু এবার সশব্দে হেসে উঠলো আর বেচারা একবার এদিক তো আবার ওদিক মাথা চাওয়া চায়ি করছে।
বিষয়: বিবিধ
১৯৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন