জলকণিকার ঘ্রাণ

লিখেছেন লিখেছেন নতুন মস ০১ আগস্ট, ২০১৩, ০৪:৪৯:৩১ রাত

শুভ্র সকাল

বাতাসে

জল কণিকার ঘ্রাণ......

জীবন

বিন্দু বিন্দু

জলের ফোটায় আঁকা

জলছবি....

কল্প কথা

বৃষ্টির মৃদু মৃদু সুর

বাতাসের হাওয়া।

স্বল্প এক মুহুর্ত্বে

ঘিরে

কত আশা বাসা

নেশা আর নেশা।

তৃপ্ত মন

ছন্দ পতন,

উদার আকাশ পুরোটাই...

সীমাহীন

খোলা মাঠ প্রান্তর পেরিয়ে

হেটে চলা

ঠিকানা বিহীন পথ।

দৃষ্টি জুড়ে,

আলো ছায়া

অন্ধকারের তীব্র মায়া...

হ্দয়কাব্য কথার টোন।

ঘুমন্ত শিশুর

ঘুম ঘুম চোখ।

জীবন

সে ত জাগ্রত ভোর।

[নিষ্পাপ শিশু

মাস

রেনেসার আনন্দ ধ্বনি]

বিষয়: বিবিধ

১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File