লা-ইলাহা ইল্লাল্লাহ...

লিখেছেন লিখেছেন শহিদুল বিপ্লব ০১ আগস্ট, ২০১৩, ০৪:৫০:৩০ রাত

নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া।

সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস,

এইটাকে প্রধান কারণ ধরে যদি জামায়াতকে নিষিদ্ধ করা হয় তাহলে তাদের উপর আল্লাহ কতটা সন্তুষ্ট থাকেন একমাত্র আল্লাহই জানেন...

১৭.) লানত মানুষের প্রতি, সে কত বড় সত্য অস্বীকারকারী!

১৮.) কোন্ জিনিস থেকে আল্লাহ‌ তাকে সৃষ্টি করেছেন?

১৯.) এক বিন্দু শুত্রু থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন,

২০.) পরে তার তকদীর নির্দিষ্ট করেছেন, তারপর তার জন্য জীবনের পথ সহজ করেছেন

২১.) তারপর তাকে মৃত্যু দিয়েছেন এবং কবরে পৌঁছিয়ে দিয়েছেন।

২২.) তারপর যখন তিনি চাইবেন তাকে আবার উঠিয়ে দাঁড় করিয়ে দেবেন।

২৩.) কখখনো নয়, আল্লাহ‌ তাকে যে কর্তব্য পালন করার হুকুম দিয়েছিলেন তা সে পালন করেনি।

২৪.) মানুষ তার খাদ্যের দিকে একবার নজর দিক।

২৫.) আমি প্রচুর পানি ঢেলেছি। ২৬.) তারপর যমীনকে অদ্ভূতভাবে বিদীর্ণ করেছি।

২৭.) এরপর তার মধ্যে উৎপন্ন করেছি

২৮.) শস্য, আঙুর,২৯.) শাক-সব্জি, যয়তুন,

৩০.) খেজুর, ঘন বাগান, ৩১.) নানা জাতের ফল ও ঘাস

৩২.) তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুর জীবন ধারণের সামগ্রী হিসেবে।

৩৩.) অবশেষে যখন সেই কান ফাটানো আওয়াজ আসবে

৩৪.) সেদিন মানুষ পালাতে থাকবে৩৫.) নিজের ভাই, বোন,

৩৬.) মা, বাপ, স্ত্রী ও ছেলে-মেয়েদের থেকে।

৩৭.) তাদের প্রত্যেকে সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে যে, নিজের ছাড়া আর কারোর কথা তার মনে থাকবে না। ৩৮.) সেদিন কতক চেহারা উজ্জ্বল হয়ে উঠবে,

৩৯.) হাসিমুখ ও খুশীতে ডগবগ করবে।

৪০.) আবার কতক চেহারা হবে সেদিন ধূলিমলিন,

৪১.) কালিমাখা। ৪২.) তারাই হবে কাফের ও পাপী। সুরা-আবাসা

বিষয়: বিবিধ

৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File