একটি সিসি ক্যামেরা, সোনার ছেলেরা কোটি টাকা থেকে বন্চিত

লিখেছেন লিখেছেন শহিদুল বিপ্লব ০১ আগস্ট, ২০১৩, ১২:৩৩:১৪ দুপুর

শীর্ষ সন্ত্রাসি তাকিমকে কারা রগ কেটে দিল আর BAL এবং সকল বাঘা পত্রিকাগুলো লিখলো যে শিবিরের কাজ। রেটিনা লুট করলো পুলিশ পাহারায়। ইসলামি ব্যাংকের কয়েকটি এটিএম বুথ লুট করলো সোনার ছেলেরা। এভাবে কোটি টাকার কম রোজগার হবেনা।

এইবার মিল্কিকে মারা হলো হুজুরের বেশ ধরে। সিসিক্যাম না থাকলেই রব উঠতো এবং কোটি টাকা সোনার ছেলেদের পকেটে যেত। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও ঐ সন্ত্রাসী তাকিমকে দেখতে গিয়ে শিবিরকে ঝেড়েছেন। এখন আছে তার কোন খবর? কারা মেরেছিল তাকে? জানবেন না।

তাজরিনের আগুন, বুলবুলের ভাই খুন, চট্টগ্রামের গার্ডার ভাংগা, যুক্তরাষ্ট্রে নাফিস গ্রেফতার, রানা প্লাজা ধ্বস, ত্বকি হত্যা, কোরআন পোড়ানো, পতাকা পোড়ানো এরকম আরো শখানেক ঘটনাতে প্রথমেই জামায়াত শিবিরকে জড়িয়ে মূল অপরাধীদের আড়াল করা হয়। তারপর চলে ওনাদের উপর অত্যাচার ও লুটপাট কেননা বাংলাদেশে ওনারাই অসহায়।

শেষপর্যন্ত কেউ কি জানতে পারে আসল অপরাধী কারা? আর জানলেও তাদেরকি বিচার হয়? বদনামটা প্রথমেই কার হয়? ওরাযে ক্ষমতাবান, ধরা ছোয়ার বাইরে।

মরন অবধারিত ভুলে যেওনা বাছা...

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File