হিমেল ছন্দবাণী

লিখেছেন লিখেছেন নতুন মস ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৪৯:৫৮ রাত

আধো আধো শব্দ তোমার

নানান ভাব ভঙ্গি

হাত নাড়িয়ে পা নাড়িয়ে

কর

অবাক চাহুনি।

অঅঅ অউউ আওয়া ইয়াও বাও গগহ এ্যয়

এত শব্দের ভান্ডার

তুমি কোথা থেকে পাও।

ছোট্ট বাবু জেগে জেগে

রাত পাহারা দাও।

ঘুম ঘুম চোখটি নিয়েও জেগে থাকতে চাও।

তোমার মা কষ্ট করে

থাকেন তোমার পাশে।

বড় হয়ে ভুলবে নাকি

মায়ের কষ্ট টাকে।

মুছকি হাসি

বাঁকা হাসি

অট্র হাসি

হরেক রকম

হাসির মেলায়

যখন মাত তুমি

সবার মাঝে ছড়াও তুমি

হিমেল ছন্দবাণী।

রংপুর

[সকল মায়েদের জন্য]

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File