শাহবাগের গণজাগরণের মঞ্চে ছাত্রলীগ/আওয়ামীলীগ কেন? ওরা কি আন্দোলনের ফসল ঘরে তুলতে চাইছে ?

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:২৯:৩৪ রাত

জনগণ জেগেছে। ফুঁসে উঠেছে তরুণ সমাজ। বাংলাদেশে আর কোন রাজাকার কিংবা যুদ্ধাপরাধী দেখতে চায়না। যে যাই বলুক তরুণদের এই অদম্য জোয়ার সত্যিই বাঁধ ভাংগা। তরুণদের একটাই দাবী রাজাকারদের ফাঁসী। কিন্তু সেই মঞ্চ আওয়ামী ছাত্রলীগের দখলে কেন? আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজাকারদের বিতচার করেনি বরং ১৯৯৬ সালে তাদের সাথে রাজপথে আন্দোলন করেছে। আওয়ামী চাইলে ৭৩ সালেই দালাল আইন দিয়ে তাদের বিচার করতে পারতো কিন্তু তারা সেসময় দেশকে লুটে পুটে খাওয়া নিয়ে ব্যস্ত থাকায় তা করেনি। সুতরাং আওয়ামী লীগকে বিশ্বাষ করা যায়না। তরুণরা তোমরা রাজপথ ছাড়বানা শাহবাগ তোমাদের ঠিকানা । তোমরা এদেশের সকল রাজাকার যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন চালিয়ে যাও। আমাদের বিশ্বাষ ১৯৭১ সালে জামায়াতের লোকের সংখ্যার চাইতে অনেক অনেক গুণ বেশী ছিল রাজাকারের তালিক। নিশ্চয় সে তালিকায় বর্তমানের আওয়ামীলীগ, জাতিয় পার্টি ও বিএনপির লোকজনও থাকতে পারে। প্রয়োজনে মঞ্চ থেকে ১৯৭৩ সালের দালাল আইনে অভিযুক্তদের তালিকা প্রকাশ করা দরকার। ওদের খুঁজে বের করতে হবে। সুতরাং দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেনা। জয় বাংলার শ্লোগান যত কম দেয়া যায় ততই ভাল।

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File