কেমন আছেন আপনি?
লিখেছেন লিখেছেন নতুন মস ০৯ জুন, ২০১৩, ১০:৫৮:২৬ রাত
আপনার দরাজ কন্ঠ শুনে আমি ভাবুক হয়ে গেলাম
কেমন আছেন আপনি?
আপনার কথার স্বর শুনে
আমি আবেগী হয়ে গেলাম কেমন আছেন আপনি?
আপনার কথা ভেবে
মন খারাপ হয়ে গেল
কেমন আছেন আপনি?
আপনার সেই ডাক
আমার কর্ণ শুনতে চায়
কেমন আছেন আপনি?
আপনার ফোনালাপনের
বার বার যাওয়ার তাগিদ
আর একবার আমি শুনতে চাই
কেমন আছেন আপনি?
আমি বৃষ্টিতে ভিজলে
এখনও কি আপনি বকা দিতে চান
কেমন আছেন আপনি?
আপনি ত কত গল্প করতেন
মিছিল করতেন,বাঘ মেরেছেন শুনেছি আমরা
কেমন আছেন আপনি?
আপনি শুনতে পান
আপনি জানেন
আপনি শুনেন
আপনাকে ডাকছি
উদাস আর কান্নামাখা হৃদয়ে
কেমন আছেন আপনি?
বহু দিন পর
সেই পরিচিত কন্ঠে
বহু দুর থেকে
ভেসে আসছে
বাজিছে দামামা
বাদরে আমামা
শির উচু করে মুসলমান
ভয় কিরে তোর
গলায় তাবিস
বাধা যে ঐ পাক কোরআন!!
মুখে কালি
হাতে তলোয়ার
বুকে ইসলাম
জোশ দরোয়ার
এগে চল তোরা
এগে চল।
নতুন মস
রাতঃ১০.৩০
আবেগী জগত্ এ দাড়িয়ে
বিষয়: বিবিধ
১৪২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন