মজলুমানের পথ
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৯ জুন, ২০১৩, ১১:১৮:১১ রাত
জীবন মানে সংগ্রাম দুঃখ শুখের পথ
এই জীবনে থাকেরে ভাই অনেক গুলো মত|
সে চলে ভাই তারসে পথে জীবন বাজি রেখে
পথ মত ভিন্ন হলে
ঘৃণার চোখে দেখে|
হানাহানি দিকে দিকে কারণ শুধু এটাই
আসল কর্ম ভুলে গিয়ে ডুবে থাকে ঝগড়ায়|
কেউ ছুটেছে লোভের তরে
কেওবা জুলুমবাজ
এই পৃথিবী শোষণ করে কেওবা ধড়িবাজ|
ন্যায়ের পথে আছে কজন কিন্তু দাবি সবার
যুক্তি দেখায় ভরিভরি সত্য ভুলে রাখার|
মজলুমানের পথটা দেখ আজো কাটে ব্যাথায়
এপথটাই সঠিক পথ অশ্রু ঝরে যেথায়|
সঠিক পথের পথিক ও ভাই এসো করি সংগ্রাম
অত্যাচারীর তক্ত ভাঙ্গি এটাই এখন কাম|
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন