বাবা মাকেই সন্তানকে নৈতিক শিক্ষা দিতে হবে
লিখেছেন লিখেছেন নতুন মস ০১ জুন, ২০১৩, ০২:০০:৩৪ রাত
যখন ক্লাস ফাইভে পড়ি রংপুরের কয়েকটা ভাল স্কুলের মধ্যে সরকারী বালিকা বিদ্যালয় ছিল।এলাকার একটা নামী দামী স্কুলে পড়েনি তাই নামটা বলতেছিনা।ত ভর্তি পরীক্ষা এক বছর ধরে প্রস্তুতি নিচ্ছি পরীক্ষার দুই দিন আগে সরকারী বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে পরীক্ষার পদ্ধতি জানার জন্য যাই আব্বু আর আমি।ঐ শিক্ষক বলছিলেন শুধু দুই হাজার টাকা দিন তাহলে আপনার মেয়ে ভর্তি করে নেওয়া হবে।এ কথা শুনার পর পরের দিন আমাকে বললেন ঘুষ দিয়ে ত ভর্তি করা দিক হবে না মা,শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা পর্যন্ত দেই না।না দিয়েই আব্বুর সাথে গ্রামের বাড়ি চলে যাই।
ক্লাস টেন এ এক কাজিনের বিয়ে উপলক্ষে ঢাকায় আসা।রেস্টুরেন্টে বিয়ের এক ফাঁকে আব্বু এসে বললেন
তোমাকে যদি কেউ বলে যে তোমার আপুর শশুড় বাড়ি যাওয়ার কথা তুমি সরাসরি বলবা যে তুমি যাবা না।
ভার্সিটি থেকে শিক্ষা সফরে সীতাকুন্ডে যাচ্ছে ।আব্বুকে ফোন দিলাম
আব্বু আমাদের ক্লাসের স্যার ম্যাডাম ছাত্র ছাত্রী সবাই মিলে যাবে।আমি যাব কি?তিনি সরাসরি না বললেন না কৌশল বললেন তুমি তোমার বেশি না মাত্র পাঁচ জন অভিভাবকের মতামত নিতে বললেন।
কিছুক্ষণ পর আমি ফোন দিয়ে বললাম।আসলে ঐ সব যাওয়ায় গেলে আসতে আসতে রাত হবে না যাওয়ায় মনে হয় ভাল হবে।
আব্বু খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ।
আর আম্মু ত আমার বেস্ট ফেন্ড।
রংপুর থেকে ঢাকায় আসছি আম্মু আব্বু বললেন কার সমালোচনা করবা না আর খুব কষ্ট পাইলেও কার নামে অভিযোগ করবা না।
কখন সিদ্ধান্তে পা বাড়ানোর সঙ্গে বাবা মাকে জানাই যাতে ভুল হলে ওরা অন্তত সাবধান করতে পারে।
মা বাবাকে ভালবাসি সুতরাং ওনাদের সিদ্ধান্ত ওনারা বুঝান
আমি বিবেচনা করি
মনে হয়
মেনে নেওয়া উচিত।
এতগুলো কথা কেন বলছি জানেন
হয় আপনি মা বাবা হলে সন্তানকে নৈতিক শিক্ষা সহকারে বুঝান।
আর সন্তান হলে মা বাবাকে বুঝুন।আল্লাহ ও তার রাসুল সাঃ ভালবাসার পর মা মা মা তারপর বাবার স্থান।
আজকাল বাবা মা চায় শুধু আমার সন্তান শিক্ষার দিকে উপরে উঠুক ডাক্তার ইঞ্জিনিয়ার পিএইসডি আরও কত বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখেন রে বাবা সন্তানকে নিয়ে কত টাকা খরচ করে প্রাইভেট ভার্সিটিতে পড়ান।আর এখন ত দেখে অবাক হই মা বাবারা প্রেম করার জন্য সন্তানদের লেলিয়ে দেয় পর্যন্ত।
ফলাফল নৈতিক চরিত্রহীন পাশাপাশি মনুষ্যতহীন অমানুষ তৈরি হচ্ছে একেকটা সন্তান
ভাবা যায় সন্তান প্রেমিকার ও তার মায়ের হুকুমে বাবা মাকে ছুরির আঘাতে আঘাতে মা মৃত্যুবরণ করেছে আর বাবা হসপিটালে। NSU ছাত্র আরিফ ইনতিয়াজ আকাশ নামক নরপশু প্রেমিকার হুমায়রা হোসেন সুস্মিতার জন্য নিজ গর্ভধারণী মাকে খুন করেছে।
সুত্রঃRTNN[মাকে খুনের দায়ে মাসহ ছেলের প্রেমিকা গ্রেফতার]
নৈতিকতা আর মানবতা আর স্বাভাবিক মৃত্যুর কোথায় স্থান নাই।
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন