মানুষের ভীড়
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০১ জুলাই, ২০১৩, ১১:১৩:৪৩ সকাল
দুর থেকে দেখে ভালো লাগে যত
কাছে গেলে কিন্ত তত না ।
বাজারে হাজার ভালো মানুষের ভীড়
তালিকায় কিন্তু শত জোটে না । ।
পুষ্প কুঁঞ্জে ফোটে গোলাপ কুঁড়ি যত
ফুল হয়ে কিন্ত তত ফোটে না
হাজার শাখায় অসংখ্য ফুলের ভীড়
সব ফুলে কিন্ত সুবাস ছোটে না । ।
সত্য কথায় জেল-জুলম অবিরত !
মিথ্যার ভীড়ে সত্য অনেকে বলে না ।
দ্বীনের পথে রক্তচক্ষু তেড়ে আসে তাই !
অনেক পথিক কিন্তু সে পথে চলে না । ।
মোশাররফ ০১০৭১৩
বিষয়: বিবিধ
৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন