ভাবতে পারিনি এমন কিছু হবে!!!
লিখেছেন লিখেছেন লিমন ০১ জুন, ২০১৩, ০১:৩৩:০৯ রাত
কিছুদিন আগের ঘটনা-
ক্লাস শেষ করে শাহবাগ থেকে যাত্রাবাড়ী আসার জন্য বাসে উঠলাম। একটা পিচ্চি (বয়স ১২-১৩ হবে হয়তো) আসলো ভাড়া চাইতে। বিশ টাকার নোট দিলাম। কিন্তু এই প্রথম দেখলাম ভাড়া চাইতে এসে আগ-বাড়িয়ে জিজ্ঞেস করলো-
- ভাই, আফনে ছাত্র? (আমার ব্যাগ দেখেই হয়তো!!)
- হু।
- কই যাইবেন?
- যাত্রাবাড়ী।
(আমি কিছু বলার আগেই সে হাফ ভাড়া রেখে বাকী টাকা আমাকে ফেরৎ দিলো)
একটু বেশীই অবাক হলাম! ওই পিচ্চিটার সাথে একটু কথা বলার ইচ্ছা হলো।
ভাড়া তোলা শেষ করে ও যাওয়ার সময় ওকে ডাক দিলাম-
- তোর নাম কী রে পিচ্চি?
- মামুন।
- কয় ভাইবোন?
- ২ ভাই, ১ বোন।
- কত দিন ধরে এখানে কাজ করিস?
- ৩-৪ মাস ধইরা।
- পড়ালেখা করিস না? তোর আব্বু কী করে?
- না, আব্বা অনেক আগে মইরা গেছে। আর মা'য় গার্মেন্টেসে কাম করতো
(গার্মেন্ট্স কথাটি শুনেই বুকের মধে্য ছ্যাৎ করে উঠলো)
খুব আগ্রহ নিয়ে আবার জিজ্ঞেস করলাম-
- তোর আম্মা এখন কাজ করে না?
- না, কয়েকদিন আগেতো ওইটা ভাইঙ্গা গেছে। হের কিছুদিন আগে বাস থেকে পইড়া আমার পা মচকাইয়া গেছিলো, তাই মা'য় কয়দিন ধইরা কামে যাইতো না। টিভিতে দেখছি ম্যালা মানুষ মারা গেছে..
আমার আর বুঝতে বাকী রইলো না, এই ছেলেটি রানা প্লাজার কথা বলছে।
এও বুঝেছি যে, এই ছেলেটি কত ভাগ্যবান! হ্যাঁ অবশ্যই ভাগ্যবান। তা না হলে হয়তো হাজার হাজার লাশের ভিড়ে এই পিচ্চিটা তার মায়ের লাশ খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যেতো!!
কিছুক্ষন পর ড্রাইভারের ডাকে সে সামনে চলে গেলো।
অবাক হলাম, না শুধু আমি না। বাসের মধে্য থাকা আরো কিছু যাত্রী ও বিস্মিত! এত ভাগ্যবান একটা ছেলেকে চর্মচোক্ষে দেখে বিস্মিত হওয়ারই কথা।
বাস থেকে নামার সময় আমার সেই বেঁচে যাওয়া হাফ ভাড়ার সাথে ছোট্ট একটা নোট (আমিতো ছাত্র, তাই বড় নোট থাকে না) তার হাতে দিয়ে ড্রাইভারকে বলে দিলাম এটা আমি দিয়েছি। আপনার ভাড়ার টাকা মেরে নেয়নি। তা না হলে তো আবার......
খুব ভাগ্যবান একটা ছেলেকে দেখে আমিও নিজে খুব ভাগ্যবান। যার পায়ের চোট তার মাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনতে পারে- সে কি ভাগ্যবান নয়??
বিষয়: সাহিত্য
১২৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন