মধ্যবিত্ত
লিখেছেন লিখেছেন লিমন ০৮ জুলাই, ২০১৩, ০৩:০৫:৫৯ দুপুর
--------
.. এক মধ্যবিত্তের মন যতটা উদার, আর্থিক ক্ষমতা ঠিক ততটাই সীমাবদ্ধ! আর তাই তো বিধাতা কর্তৃক কস্টটাও একটু বেশীই বরাদ্ধ থাকে মধ্যবিত্তের জন্য! অল্পতে কস্ট পাওয়া মধ্যবিত্তের নেশা না পেশা সেটা ঠিক বুঝে উঠা যায় না। সব ঘটন- অঘটন মধ্যবিত্তকেই বেশী নাড়া দিয়ে যায়।
উচ্চবিত্তকে অভাবে পড়তে হয় না, নিম্মবিত্ত স্বপ্ন দেখার সাহস পায় না। মধ্যবিত্ত স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্নের জগত বাস্তবে সাজাতে পারে না। মধ্যবিত্ত বেঁচে থাকে স্বপ্ন নিয়েই। কারণ সমাজের সবকিছুই তাকে ছুঁয়ে যেতে চেস্টা করে, এমনকি ছুঁয়েও যায়।
মধ্যবিত্তের আবেগ বেশী। স্ট্যাটাসের সাথে যায় না বলে উচ্চবিত্ত অনেক কিছুই এড়িয়ে যেতে সক্ষম, নিম্মবিত্ত উপরের জগত সম্পর্কে উদাসীন, পেটের অসহ্য জ্বালা নিম্মবিত্তকে অন্য জগত সম্পর্কে চিন্তা করতে দেয় না।
জীবন কী- নিম্মবিত্ত সেটা বুঝে না। নিম্মবিত্ত বুঝে শুধু-
.ভাত কী,
.ক্ষুদা কী,
.একমুঠো ভাত না পাওয়ার যন্ত্রনা কী,
.ভাত দিয়ে ভাত খাওয়ার যন্ত্রনা কী!
*ভাত দিয়ে ভাত খাওয়ার নাম কি জীবন?
মধ্যবিত্ত বিশ্বাস করে উপরের জগত অনেক সুন্দর, মধ্যবিত্ত বিশ্বাস করে নীচের জগত কুৎসিত।
আর তাই মধ্যবিত্ত নীচে যাওয়ার ভয়ে ভীত, উপরে যাওয়ার নেশায় বিভোর। সমাজই তাদের উপরে যাওয়ার নেশার মাদক হিসেবে কাজ করে।
মধ্যবিত্তকে অভাবে থাকতে হয়, মধ্যবিত্তকে অভাবে থাকতে হয় না।
বিত্তের এক অদ্ভুত চক্রের মাঝে পড়ে থাকে মধ্যবিত্ত। যেখানেই হ্যাঁ, সেখানেই না। মধ্যবিত্তের ক্ষেত্রেই এটা হয়, হয়েই থাকে।
মধ্যবিত্ত ভদ্র। আর সেটাই মধ্যবিত্তের সবচেয়ে বড় সমস্যা। ভদ্রাতার অজুহাতে অনেক কিছুই মুখ বুঝে সহ্য করে নেয় মধ্যবিত্ত।
মধ্যবিত্তের যন্ত্রনা অধিক। না পারে- পারবো না বলে চুপ করে এড়িয়ে যেতে, না পারে- পারবো বলে সেটার প্রাপ্তি লাভ করতে।
আর এ যন্ত্রনাটাই অসহ্য!
বিধাতাকে প্রশ্ন করার সুযোগ পেলে জিজ্ঞেস করতাম আমি মধ্যবিত্ত কেন, সে নিম্মবিত্ত কেন কিংবা ওই লোকটাই বা উচ্চবিত্ত কেন।
আমি জানি ধর্ম বলে- দুনিয়াতে মানুষকে পরীক্ষা করার জন্যই এই বৈষম্য।
- তাহলে আমাকে কেন আমাকে উচ্চবিত্তের কাতারে পেলে পরীক্ষা দিতে দেওয়া হলো না?
- কেনই ভাত দিয়ে ভাত খেয়ে সেই নিম্মবিত্তকে পরীক্ষা দিতে হবে?
- আর উচ্চবিত্ত! উচ্চবিত্তের পরীক্ষার ধরণ কেন এতটা আলাদা?
- বিপদ কেন মধ্যবিত্তকেই বেশী ছুঁয়ে যাবে?
- নিম্মবিত্ত কেন অভাবের মায়াজাল থেকে বের হতে পারবে না?
- নিম্মবিত্ত কেন উচ্চবিত্তের কাছ থেকে এতটুকুন ও সম্মানের আশা করতে পারে না?
*উচ্চবিত্ত আহার নস্ট করবে, নিম্মবিত্ত আহারের জন্য হাহাকার করবে, মধ্যবিত্ত আহারের জন্য সারা জীবন ব্যায় করবে!
বাহ!
সুন্দর, খুব সুন্দর পরীক্ষা নিচ্ছ তুমি বিধাতা!
ধন্যবাদ তোমায়!
………………
বিষয়: বিবিধ
১৭২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন