বাঁচার লড়াই

লিখেছেন লিখেছেন নতুন মস ২৮ জানুয়ারি, ২০১৩, ১২:১৭:৩৬ রাত

দেশ হতে দেশান্তরে

বেঁচে থাকতে

লড়ছে অগণিত মানুষ।

লড়াই ত হচ্ছে

মিছিলে মিছিলে মুখরিত

এক বিন্দু রক্ত দেওয়ার

লড়াই।

আবেগকে মেরে

বিবেককে জাগিয়ে তোলার

লড়াই।

ঘরে ঘরে

লক্ষ লক্ষ মা বোনদের

অমানবিক অত্যাচারিত

চোখের জলের

লড়াই।

অসহায় বৃদ্ধ মা বাবার

এক মনে উদাসীনতার

লড়াই।

কারাবন্দী বোবা দৃষ্টির

দৃঢ় স্বপ্নের

লড়াই।

এরপর ঠিক

লড়াই হচ্ছে ত হচ্ছে

প্রতিকূলে বেঁচে থাকার

লড়াই।

বিষয়: বিবিধ

৯৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File